সর্বশেষ

হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা

প্রকাশিত: ২৩. জুন. ২০২৫ | সোমবার

চেম্বার ডেস্ক: হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে মার্কেটের বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ জুন) সন্ধ্যায় সমিতির কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে: কর্ণেল (অ:) মোহাম্মদ একলিম আবদীন।
হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো. রইছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা ও মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিক, উপদেষ্টা আজমল হোসেন, আমিনুর রহমান খসরু, হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মো. আক্তার হোসেন সুহেল, সহ সাধারণ সম্পাদক মো. সাহেদ বকস, দপ্তর সম্পাদক মঞ্জুর আহমদ, প্রচার সম্পাদক সৈয়দ মোরাদ হোসেন রাজিব, সদস্য মো. নুরুল ইসলাম, মিন্টু চক্রবর্তী, মো. বরকত মিয়া, মো. মাহবুব আলম, মার্কেটের বাহিরের লাইনের সভাপতি ময়না মিয়া, ব্যবসায়ী আব্দুল মন্নান, সাজ্জাদ আহমদ, কামাল আহমদ, মলয় দা, হানিফ মিয়া। এছাড়াও মার্কেটের অসংখ্য ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে লে: কর্ণেল (অ:) মোহাম্মদ একলিম আবদীন বলেন, বর্জ্য ব্যবস্থাপনার ফি পরিশোধ করে সিলেট শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে ব্যবসায়ীদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে। ব্যবসায়ীদের পাশাপাশি সর্বমহল এগিয়ে আসলে সুন্দর ও পরিচ্ছন্ন সিলেট গড়ে তুলা সম্ভব।
তিনি বলেন, সিলেটে সিটি কর্পোরেশনের মালিকানাধীন হাসান মার্কেট। এই মার্কেট পরিচ্ছন্নতার মাধ্যমে মডেল হিসেবে রূপান্তর করতে ব্যবসায়ীদের আন্তরিকভাবে ভূমিকা পালন করতে হবে। তিনি হাসান মার্কেটের উন্নয়ন ও সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করে সিলেটের সকল মার্কেটগুলোকে বর্জ্য ব্যবস্থাপনা ফি প্রদানের আহবান জানান।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031