সর্বশেষ

» জনপ্রতিনিধি ইকবাল হোসেনকে অপহরন, মুক্তিপন দিয়ে উদ্ধার ,থানায় জিডি

প্রকাশিত: ০৫. সেপ্টেম্বর. ২০১৬ | সোমবার

চেম্বার ডেস্ক: জনপ্রতিনিধি মো. ইকবাল হোসেনকে অপহরন করেছে দুর্বৃত্তরা। গত ১ লা সেপ্টেম্বর ঢাকার মোহাম্মদপুর টাউনহল বাজার থেকে বাসায় ফেরার পথে তাকে অপহরন করা হয়। অপহরনের পর ইকবাল হোসেনের পরিবারের কাছে দুর্বৃত্তরা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। এর মধ্যে ইকবালের স্ত্রী রুমেনা ইয়াসমিন রিমি আড়াই লাখ টাকা নগদ দেওয়ার পর ইকবালকে মুক্তি দেওয়া হয়েছে। এ বিষয়ে গত ৪ঠা সেপ্টেম্বর ঢাকার মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে। মোহাম্মদপুর থানায় উল্লেখ করা জিডি সূত্রে জানা গেছে, গত ১ লা সেপ্টেম্বর মোহাম্মদপুর টাউনহল বাজার থেকে ৫ নং সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন তার বন্ধু মাশুক মিয়ার লালমাটিয়ার বাসায় ফিরছিলেন।

মোহাম্মদপুর টাউন হল বাজারে ফল মার্কেটের সামনে সন্ত্রাসী শাহ ওলিদের নেতৃত্বে একদল অজ্ঞাত বন্দুকধারী সন্ত্রাসীরা তাকে বহনকারী রিক্সাটি থামায়। এরপর বন্দুক দেখিয়ে তাকে অপহরন করে। অপহরনের পর তাকে বিদ্যুৎবিহীন একটি অন্ধকার কক্ষে তালাবদ্ধ করে রাখে। জিডিতে তিনি উল্লেখ করেন, অপহরনকারীদের দলনেতা শাহ ওলিদ তাকে জানান, তোকে ২৪ ঘন্টার মধ্যে পাঁচ লক্ষ টাকা দিতে হবে। এই শর্তে তোকে মুক্তি দিতে পারি। ওলিদের কথা শুনে মো. ইকবাল হোসেন কোন জবাব দেননি। এ কারনে ক্ষিপ্ত হন শাহ ওলিদ এবং মারধর করতে তার সঙ্গীদের নির্দেশ দেন। নির্দেশ পেয়ে গুন্ডারা নির্মমভাবে নির্যাতন করে। গুন্ডাদের আক্রমনে ইকবাল হোসেনের বাম পায়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়। জিডিতে ইকবাল হোসেন আরও জানান, বাম পায়ে ছুরিকাঘাত করার ফলে তার পা দিয়ে রক্ত ঝরছিল এবং কোনভাবে ব‍্যাথা শয্য করতে পারছিলেন না।তাই বাধ্য হয়ে ইকবাল হোসেন তার স্ত্রীকে ফোন করে মুক্তিপনের টাকা যোগাড় করতে বলেন। তখন মুক্তির জন্য দাবিকৃত ৫ লাখ টাকার মধ্যে আড়াই লাখ টাকা যোগাড় করেন। মুক্তিপনের অর্ধেক টাকা পেয়ে সন্ত্রাসীরা তাদের বস মোহাম্মদ ইকরাম হোসেনকে ফোন করে, তখন ইকরাম স্পিকার ফোনে অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং ভবিষ্যতে তাদের বিরুদ্ধে গেলে দেখে নেওয়ার হুমকি দেন। এরপর গুন্ডা বাহিনী ইকবাল হোসেনের কাছ থেকে কিছু সাদা কাগজে স্বাক্ষর নিয়ে মোহাম্মদপুর টাউন হল বাজারের কাছে ব্রিজের নিচে ফেলে চলে যায়। এরপর পথচারীরা ইকবাল হোসেনের চোখ, হাত পা বাধা অবস্থায় ধানমন্ডির শংকর বাসস্ট্যান্ডের ইবনে সিনা হাসপাতালে নিয়ে যায়।সেখানে তিনি দুইদিন চিকিৎসা গ্রহণ করেছেন। এ বিষয়ে আমাদের ঢাকা মোহাম্মদপুর প্রতিনিধি শাকিল আহমেদ জনপ্রতিনিধি মো. ইকবাল হোসেনকে ফোন দিলে তিনি বা তার স্ত্রী রুমেনা ইয়াসমিন রিমি সাংবাদিক পরিচয় জানতে পারলে তারা ভবিষ্যত নিরাপত্তার কথা চিন্তা করে আমাদের প্রতিনিধি শাকিল আহমেদের সাথে কথা বলতে অপারগতা প্রকাশ করেন এবং বলেন, সাংবাদিকদের সাথে কথা বলে আমরা আমাদের জীবনকে আর ঝুঁকির মুখে ঠেলে দিতে চাই না।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Please continue to proceed