সর্বশেষ

রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে কানাইঘাটে শ্রমিক দলের কর্মী সমাবেশ

প্রকাশিত: ২২. ফেব্রুয়ারি. ২০২৫ | শনিবার

কানাইঘাট প্রতিনিধি ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কানাইঘাট উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক বিরাট কর্মী সমাবেশ শনিবার বিকেল ৩টায় পৌর শহরের আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
পৌর শ্রমিকদলের আহŸায়ক সাবেক কাউন্সিলর আবিদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক এবাদুর রহমান লালই এর পরিচালনায় উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে শ্রমিকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শ্রমিকদলের আহŸায়ক শ্রমিকনেতা সোরমান আলী বলেন, বিগত আওয়ামীলীগ ফ্যাসিস্ট সরকারের আমলে লক্ষ লক্ষ শ্রমিক কর্মসংস্থান হারিয়েছিল। শ্রমিক সেক্টরকে দলীয়করনের মাধ্যমে ধ্বংস করেছিল তারা। দেশের শ্রমিকদের ন্যায্য দাবী-দাওয়া নিয়ে শ্রমিকদল সোচ্চার ছিল, ভবিষ্যতেও শ্রমিকদের কল্যাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করা হবে। সেই সাথে সোরমান আলী বৃহত্তর সিলেটের হাজার হাজার শ্রমিকদের কর্মসংস্থানের পথ সুগম করার জন্য সকল পাথর কোয়ারী খুলে দেয়া সহ শ্রমিকদের ন্যায্য দাবী-দাওয়া মেনে নেয়ার জন্য অর্ন্তবর্তীকালীন সরকারের প্রতি আহŸান জানান।
কর্মী সমাবেশে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, জেলা শ্রমিকদলের সদস্য সচিব নুরুল ইসলাম, যুগ্ম আহŸায়ক শাহ আব্দুল মুকিত, মহানগর শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট জেলা শ্রমিকদলের যুগ্ম আহŸায়ক মঞ্জুর আহমদ চৌধুরী লিটন, জেলা শ্রমিক দলের সদস্য আলী আহমদ প্রচার ও প্রকাশনা সম্পাদক মঈনুল ইসলাম চৌধুরী অপু। বক্তব্য রাখেন, জেলা শ্রমিক দলের সদস্য জুমেল আহমদ, জাবেদ আহমদ, বদরুল ইসলাম, মঞ্জুর আলম, সিদ্দিকুর রহমান, জামাল আহমদ, তানভীর আহমদ, রাসেল আহমদ, আলিম উদ্দিন, উপজেলা শ্রমিক দলের আহŸায়ক জাকারিয়া।
কর্মী সমাবেশে উপজেলা ও পৌর শ্রমিক দল সহ ৯টি ইউনিয়নের শ্রমিক দলের নেতাকর্মীরা মিছিল সহকারে কর্মী সমাবেশে অংশগ্রহণ করেন। এ সময় কর্মী সমাবেশ থেকে কানাইঘাটের শ্রমিক দলের পতাকা তলে সমবেত হওয়ার জন্য আহŸান জানানো হয়। এর আগে রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা দাবীতে কানাইঘাট পৌর শহরে শ্রমিকদলের নেতৃবৃন্দ লিফলেট বিতরণ করেন।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031