সর্বশেষ

সিলেট সদর উপজেলায় ব্র্যাকের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫. ডিসেম্বর. ২০২৪ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক: সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ্ খোশনূর রুবাইয়াৎ বলেছেন, দক্ষ মানব সম্পদ ও উদ্যোক্তা তৈরিতে ব্র্যাক আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। তরুণ যুবকদের ফ্রি ট্রেনিং এর মাধ্যমে দক্ষতা অর্জনে ব্র্যাকের কার্যক্রম প্রশংসনীয়। তিনি দেশের উন্নয়নের স্বার্থে তরুণ উদ্যোক্তাদের প্রতিষ্ঠিত করতে ব্র্যাকের মত অন্যান্য এনজিও সংস্থাগুলোকে কাজ করার আহবান জানান।

ইউএনও ৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদের সভাকক্ষে সর্ববৃহৎ এনজিও ব্র্যাকের উদ্যোগে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সল্যুশন্স ফর ইয়ুথ ইন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্প’র অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এলাকা ব্যবস্থাপক আমেনা খাতুনের সভাপতিত্বে ও সেক্টর স্পেশালিষ্ট সোহেল রানা সবুজের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল জলিল তালুকদার, যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল আহাদ, পরিবার পরিকল্পনা অফিসার আবুল মনসুর আসজাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের প্রতিনিধি সাবিহা ফাতেমা।
অবহিতকরণ সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্প সম্পর্কে আলোচনা করেন জেলা ব্যবস্থাপক মোঃ গোলাম রসুল শিমুল। সার্বিক সহোযোগিতায় ছিলেন জেলা ব্যবস্থাপক মোঃ আসলাম হাকিম আরিফ, প্রোগ্রাম অর্গানাইজার আছিয়া খাতুন, এ্যাসোসিয়েট অফিসার মোঃ তোফায়েল আহমেদ, কামরুল ইসলাম অনয়। অবহিতকরণ সভায় ডাক্তার, সাংবাদিক, ব্যাবসায়ী, কর্মজীবী, এজিও সংস্থা কর্মকর্তাবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930