সর্বশেষ

» বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির কেন্দ্রীয় সভাপতি ময়নুল হক চৌধুরীকে সংবর্ধনা

প্রকাশিত: ২৮. সেপ্টেম্বর. ২০২৪ | শনিবার

চেম্বার ডেস্ক: বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্বপ্রাপ্ত হওয়ায় সিলেট জেলা শাখার সভাপতি মইনুল হক চৌধুরীর সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান গত ২৮ সেপ্টেম্বর শনিবার সকালে নগরীর মিরবক্সটুলাস্থ বিসিডিএস ভবনে অনষ্ঠিত হয়।

বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সিলেট জেলা শাখার সিনিয়র সহ সভাপতি এটিএম মোশাহিদ উদ্দিনের সভাপতিত্বে ও পরিচালক মোঃ মুবিন আহমদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সিলেট জেলা শাখার সহ সভাপতি আব্দুুল আজিজ, পরিচালক ডাঃ মোঃ মিফতাহুল হোসেন ও মোঃ কবির আহমদ, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আলতাফুর রহমান, হবিগঞ্জ জেলা শাখার সহ সভাপতি আব্দুর রশিদ তালকদার, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ইমদাদুল হক মছল, ডিআইসি সিলেটের সভাপতি আমিনুর রহমান, অপসোনিন ফার্মার ডেপুটি সেলস ম্যানেজার ও ফার্মা সিউটিক্যালস এক্সিকিউটিভ এসোসিয়েশনের পক্ষে এস এম রিফাতুল ইসলাম।
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সিলেট বিভাগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সমিতির সিলেট জেলা শাখা সহ সভাপতি এম.এ মালিক হুমায়ুন, পরিচালক মোঃ আব্দুল করিম বড় ভুইয়া, এম.এ হাসিম, জহিরুল ইসলাম, আব্দুল মুক্তাদির সহ হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও শেষে দোয়া পরিচালনা করেন পরিচালক ফারুক আহমদ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট, সিলেট বিভাগের সমিতির শাখা ও সিলেটের বিভিন্ন ফার্মেসী ও ফার্মার পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধিত অতিথির বক্তব্যে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির কেন্দ্রীয় সভাপতি মইনুল হক চৌধুরী বলেন, বাংলাদেশের ঔষধ ব্যসায়ীদের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য। ঔষধ ব্যবসায়ীরা নিয়ম-নীতি মেনে চলে ব্যবসা পরিচালনা করলে প্রতিষ্ঠানের সুনাম অর্জনের পাশাপাশি ব্যবসায় উন্নতি হবে। কেমিস্টস্ এর সকল দায়িত্ব ও কাজ সফল ভাবে পরিচালনা করতে সকলে সহযোগিতা চেয়ে তিনি বলেন, নিয়ম-শৃঙ্খলা মেনে দুর্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্নীতি প্রতিরোধে সবাইকে সম্মিলিত ভাবে ব্যবসায়িক মনভিত্তি নিয়ে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031