সর্বশেষ

» কানাইঘাটে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৬. সেপ্টেম্বর. ২০২৪ | বৃহস্পতিবার

কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিনের সভাপতিত্বে সভায় আসন্ন উপজেলার সবক’টি মন্ডপের দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়া সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং লোভাছড়া পাথর কোয়ারীতে রাখা জব্দকৃত পাথর পাচার বন্ধ এবং পাথর উত্তোলন বন্ধে থানা পুলিশের পাশাপাশি বিজিবিকে আরো
কঠোর হওয়ার নির্দেশনা দেন ইউএনও ফারজানা নাসরিন। চোরাচালান প্রতিরোধ এবং পাথর পাচার বন্ধে ট্রাস্কফোর্সের অভিযানের উপর গুরুত্ব দেয়া হয়।
সভায় আইন-শৃঙ্খলার উন্নয়নে থানা পুলিশকে জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে
সহযোগিতা সহ প্রতিটি এলাকায় মাদক নির্মূল ও অন্যান্য অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি সহ নারী-শিশু নির্যাতন, বাল্য বিবাহ প্রতিরোধ এবং হাট-
বাজারগুলোতে ফুটপাত দখলমুক্ত ও যানজট মুক্ত করতে প্রশাসনিক অভিযান চালানোর গুরুত্বারূপ করা
হয়।
সভায় বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ সুবলকুমার বর্মণ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, কানাইঘাট সরকারি
কলেজের সহযোগী অধ্যাপক ফরিদ আহমদ, থানার এস.আই দেবাশীষ শর্ম্মা, সুরইঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার গোলাম কবির, সাতবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, বড়চতুল ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

August 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031