» মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল সিলেট মহানগর কৃষক দল

প্রকাশিত: ১৪. সেপ্টেম্বর. ২০২৪ | শনিবার

চেম্বার ডেস্ক: সিলেট মহানগর কৃষক দলের নব নির্বাচিত কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম সূচনা উপলক্ষে শনিবার (১৪ সেপ্টেম্বর) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন নেতৃবৃন্দ।

মাজার জিয়ারত শেষে আয়োজিত সংক্ষিপ্ত সভায় বিএনপির কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋন ও কুঠির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, জাতীয়বাদী দল বিএনপি সব সময় মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারকে পতনের মাধ্যমে এই দেশ নতুন করে জেগে উঠেছে। তাই সিলেট মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে দলকে আরো শক্তিশালী করতে এক সাথে কাজ করতে হবে। তিনি আরো বলেন, যারা দলের নাম ভেঙ্গে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদেরকে ছাড় দেওয়া হবে না।
নব নির্বাচিত সিলেট মহানগর কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির শাহীন বলেন, নব নির্বাচিত কৃষকদলের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং কৃষকদলকে আরো শক্তিশালী করতে শহীদ জিয়ার আদর্শকে লালন করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
মাজার জিয়ারতকালে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋন ও কুঠির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপির সাবেক ১ম যুগ্ম আহবায়ক ও সিলেট মহানগর কৃষক দলের নব নির্বাচিত সভাপতি হুমায়ুন কবির শাহীন, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব শহীদ আহমদ, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব,সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ, মহানগর কৃষক দলের নব নির্বাচিত সাধারণ সম্পাদক সোলেমান আহমদ সিদ্দিকী, জেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম মখর,মহানগর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ,গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমদ হুমায়ুন জামাল, জাসা আহবায়ক কামরুজ্জামান মুকুল,সদর কৃষক দলের আহবায়ক আব্দুস শহীদ, গোলাপগঞ্জ উপজেলা কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম চোধুরী, বিমান বন্দর থানা আহবায়ক এস এম শাহাজান, জালালাবাদ থানা আহবায়ক ফখর উদ্দিন, তফাজ্জুল হোসেন, সুলতাম আহমদ চৌধুরী, আনোয়ার হোসেন ছয়ফুল, নুরুল ইসলাম, শাহ আলম, উছমান গনি কাচন, শফিক আহমদ চৌধুরী, পলাশ আহমদ চৌধুরী, শামীম আহমদ, মাসুক আহমদ, গিয়াস উদ্দিন, ফারুক আহমদ, ফিরুজ আহমদ ফিরুজ প্রমুখ।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031