আলোকিত জগন্নাথপুরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: ৩০. সেপ্টেম্বর. ২০২০ | বুধবার


Manual6 Ad Code

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার আর্ত মানবতার কল্যাণে জনপ্রিয় সামাজিক সংগঠন আলোকিত জগন্নাথপুরের উদ্যােগে জগন্নাথপুর সরকারি ডিগ্রী কলেজে ভর্তিচ্ছু মেধাবি ছাত্র/ছাত্রীদের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) কলেজ ক্যাম্পাসে মেধাবি ছাত্র-ছাত্রীদের মধ্যে নগদ অর্থ বিতরণী অনুষ্ঠান প্রভাষক নিয়াজ আহমদ ভুইয়ার সভাপতিত্বে ও জগন্নাথপুর সরকারি ডিগ্রী কলেজের ছাত্র আকমল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আলোকিত জগন্নাথপুর’র বাংলাদেশ-এর সমন্বয়কারী বিশিষ্ট সমাজসেক সেবক, শিক্ষানুরাগী এম এ কয়েস, সিনিয়র সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, সমাজকর্মী গোলাম কিবরিয়া চৌধুরী পারভেজ, আতিকুননুর, মোশাররফ হোসেন হেলাল, রুয়েল আহমদ রাজা, আবু হেনা রনি, কয়েস নুর, কাশেম মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন, সাদিকুর রহমান, হাসান মিয়া, মামুন মিয়া, নাফিয়া আক্তার মুন্নি, তানজিনা আক্তার, বুশরা আক্তার, রাজু মিয়া, তাজমল মিয়া, জুবেল মিয়া, রুমি বেগম, মাছুমা আক্তার প্রমূখ।

Manual3 Ad Code

অর্থ বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও জনসেবার মাধ্যমে আলোকিত জগন্নাথপুর উপজেলা গড়ার প্রত্যয় নিয়ে আমাদের যাত্রা। পিছিয়ে পড়া জগন্নাথপুরকে সামনে এগিয়ে নেওয়াই আমাদের মুল লক্ষ।
দেশে-বিদেশে অবস্থানরত জগন্নাথপুরের আলোকিত সন্তানদের সমন্বয়ে এই সংগঠনের যাত্রা। “আলোকিত জগন্নাথপুর” সকলের সার্বিক সহযোগিতায় প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। যারা জগন্নাথপুর উপজেলায় আর্ত মানবতার কল্যাণে সমাজের উন্নয়নে কাজ করতে চান, তাদেরকে নিয়েই আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

Manual5 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual5 Ad Code