সর্বশেষ

সিলেটে ধর্ষকদের শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিকৃতিতে ঘৃণা প্রদর্শন

প্রকাশিত: ৩০. সেপ্টেম্বর. ২০২০ | বুধবার

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: সিলেটের এমসি কলেজে সংগঠিত দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী গণধর্ষণ মামলার আসামীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধনের পাশাপাশি ব্যতিক্রমী ঘৃণা প্রদর্শণ কর্মসূচী পালিত হয়েছে।

Manual2 Ad Code

উই আর ন্যাশনালিষ্ট এর উদ্যোগে বুধবার নগরীর চৌহাট্রা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে উক্ত কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ঐতিহ্যবাহী এমসি ছাত্রাবাসে স্বামীর কাছ থেকে কেড়ে নিয়ে গৃহবধুকে গণধর্ষণের মতো জঘন্য কাজে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমুলক শাস্থি নিশ্চিত করা, শিক্ষাঙ্গন ও নারীর জন্য নিরাপদ সিলেট গড়ে তোলার দাবী জানানো হয়।

Manual4 Ad Code

উই আর ন্যাশনালিষ্টের সভাপতি আবু সালেহ মোঃ তাহের এর সভাপতিত্বে ও সেক্রেটারি মিজানুর রহমান পাবেলের পরিচালনায় অনুষ্টিত মানববন্ধনে বক্তারা বলেন, গত কয়ক বছর থেকে শান্তির শহর সিলেটে সরকার দলীয় ছাত্র সংগঠনের নেতা কর্মীরা একের পর এক নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটিয়ে চলেছে। তাদের কারণে শিক্ষাঙ্গনে নারীদের রক্তাক্ত হতে হয়েছে, হতে হয়েছে ধর্ষিত। যা সিলেটের মাটিকে কলঙ্কিত করেছে। এখনই সময় এদের বিপক্ষে কঠোর ব্যবস্থা নেওয়ার। সিলেটের মাটিতে আর যেন এমন না হয় তার জন্য এদেরকে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শাহজালালের পূন্যভূমিকে নারীর জন্য আতঙ্কের জনপদ হতে দেওয়া যাবে না। আইন-শৃঙ্খলা বাহিনী ও সরকারকে নিশ্চিত করতে হবে নারীর নিরাপত্তা।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক বর্তমান স্বেচ্ছাসেবক দল নেতা কামরান হোসেন হেলাল, জেলা বিএনপির সাবেক সদস্য হাসান মঈনুদ্দিন আহমেদ মইনুল, তারেক আহমদ, মহানগর বিএনপির সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক উজ্জল রঞ্জন চন্দ, মহানগর ছাত্রদলের সহ সভাপতি আব্দুল হাসিব, যুগ্ম সম্পাদক আলী আকবর রাজন, মুন্না ঘোষ, বদরুল ইসলাম নজরুল, ইমরান খান, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আনোয়ার হোসেন সুজন, স্বেচ্ছাসেবক দল নেতা আজিজ খান সজিব, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহমদ, দক্ষিণ সুরমা ছাত্রদলের সদস্য সচিব আবু বকর সিদ্দিক, ইকবাল একাডেমির প্রিন্সিপাল শামীম আহমেদ, ছাত্রদল নেতা মকবুল হোসেন, ইবনে জাহান তানভীর, রুমান আহমেদ রাজু, আফরোজ আলী আফরোজ, ইয়াসিন হোসেন জয়, আশিকুর রহমান তারেক, ইকবাল হোসেন, আবদুল কালাম, ছাইদুল ইসলাম, এনাম আহমেদ, হাসান আহমেদ, মাহিন ইসলাম, জাহেদ আহমেদ, রাব্বি মিয়া, নাইম ইসলাম, রানা খান প্রমূখ।

Manual6 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual7 Ad Code