সর্বশেষ

» সিলেটে হু-হু করে বাড়ছে নদীর পানি, তৃতীয় ধাপে বন্যার শঙ্কা

প্রকাশিত: ০১. জুলাই. ২০২৪ | সোমবার


Manual6 Ad Code

তাওহীদুল ইসলাম: ভারত থেকে নেমে আসা উজানি ঢল ও সিলেটে বৃষ্টিপাতের কারণে আবারও বাড়ছে বিভিন্ন নদ-নদীর পানি।হু-হু করে পানি বৃদ্ধি পাওয়ায় নতুন করে বন্যার আশঙ্কা তৈরী হয়েছে সিলেট অঞ্চলে।

Manual8 Ad Code

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর দেয়া তথ্যমতে, সুরমা ও কুশিয়ারা, সারি, সারি গোয়াইন, ডাউকিসহ সব নদ-নদীর পানি রোববার(৩০ জুন) সন্ধ্যার পর থেকে বৃদ্ধি পাচ্ছে।এদিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত শুধুমাত্র কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমার ওপরে অবস্থান করলেও ১ জুলাই সকালে সুরমার কানাইঘাট পয়েন্টে পানি ৮২ সেন্টিমিটার বিপদসীমার উপরে অবস্থান করছে।

Manual6 Ad Code

কানাইঘাট, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার একাধিক বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, উজানে বৃষ্টির কারণে নদ-নদীর পানি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।বিশেষ করে সুরমা, লোভা ও ডাউকি নদীর পানি ব্যাপক স্রোতে প্রবাহিত হচ্ছে ও পানি বাড়ছে। নতুন করে সিলেটে ও চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকলে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। এতে আবারও দুর্ভোগে পড়তে হবে বলে ধারণা করছেন তারা।

গোয়াইনঘাটের জাফলং মামার বাজারের ব্যবসায়ী আকবুল মিয়া জানান,গতকাল জাফলংয়ের ডাউকি নদীর পানি অনেক কম ছিলো। উপর থেকে প্রবল বেগে পানি আসছে দেশে। আজ সকালে অনেক পানি দেখা যাচ্ছে।

Manual8 Ad Code

এদিকে সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান, সিলেটে গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিলো (সন্ধ্যা ৬ টা থেকে সকাল ৬ টা) ৩৯.৬ মিলিমিটার।এবং শুধুমাত্র আজ সকাল ৬ থেকে ৯ টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিলো ৬৫ মিলিমিটার। এদিকে চেরাপুঞ্জিতেও গতকাল প্রচুর বৃষ্টিপাত হয়েছে।চেরাপুঞ্জিতে গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিলো ৩১৩ মিলিমিটার।

           

সর্বশেষ

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Manual1 Ad Code
Manual7 Ad Code