সর্বশেষ

» মেজরটিলাস্থ সিদ্দিকী প্লাজা ব্যবসায়ী কল্যাণ ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ ও উপদেষ্টা কমিটি গঠন

প্রকাশিত: ৩০. মে. ২০২৪ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

চেম্বার প্রতিবেদক: সিলেটের ইসলামপুর মেজরটিলাস্থ সিদ্দিকী প্লাজা ব্যবসায়ী কল্যাণ ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

গতকাল বুধবার (২৯ মে) এ কমিটি অনুমোদন করেন উপদেষ্টা কমিটি।

Manual6 Ad Code

শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার মো: শহিদুর রহমান তাপাদার (চুনু)কে সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী বাহার চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ২০২৪-২০২৫ সালের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি গ্রামীন জুয়েলার্সের বুরহান উদ্দিন রনি, সহ-সভাপতি নবরুপা ফ্যাশনের কবির আহমদ, সহ-সভাপতি নিউ কোয়ালিটি ফ্যাশনের মো: নাঈম উদ্দিন, সহ-সভাপতি দিনা মেডিকেল হলের আকতার হোসেন টিপু, ফ্যাশন স্ট্রিটের মো: জাহিদুল ইসলাম, সহ- সেক্রেটারি ফেভারিট কসমেটিকস শপ এন্ড হিজাব কর্ণারের রাজু আহমেদ(কফিল),সহ- সেক্রেটারি নিউ ফ্যাশনের জামিল আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক স্টাইল ভিস্টরের সাহিদুর রহমাস সুজন, সহ-সাংগঠনিক সম্পাদক লাকি লেইছ কসমেটিকস এন্ড গিফট কর্ণার ০২ এর রাজিব উদ্দিন (তাজু), অর্থ সম্পাদক এভাকাস কম্পিউটারে তৈয়ব আহমদ, সহ-অর্থ সম্পাদক ফারহানা স্টোরের শফিকুর রহমান, প্রচার সম্পাদক নিউ রাইসা কসমেটিকস এন্ড স্টেশনারির মো: জাহাঙ্গীর আলম,সহ-প্রচার সম্পাদক দি মেট্রো ড্রাই ক্লিনার্সের মো: আনোয়ার হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জায়ান ফ্যাশনের মো: জাকির হোসেন, তথ্য ও মিডিয়া সম্পাদক গ্লোবাল লিংকের মুস্তাক আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আরাফ পাঞ্জাবি মহলের আহমদ আল কবির আজাদ, ধর্ম সম্পাদক স্যার হোমিও কেয়ারের শামছুল হক, অফিস সম্পাদক শামীম টেলিকমের সেবুল আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক এক্সেল আইটির রিপা দাস এবং কার্যনির্বাহী সদস্যেরা হলেন মেসার্স কালাম ট্রেডার্সের আবুল কালাম, বনশ্রী লাইব্রেরির কাজল পাল, সর্দার টি হাউসের মো: শেখুল ইসলাম সর্দার, আবু হুরায়রা মেডিসিন কর্ণারের মো: আবুজর, ইউনিক কালেকশনের সিরাজ উদ্দিন, একাডেমাস কোচিং হোমের খালেদ আহমদ, রাখী মেডিসিন কর্ণারের রতন মনি দাস তালুকদার, পূর্ণিমা ড্রাগ হাউসের রানু কুমার দে, চাইল্ড ফ্রেন্ডের বায়েজিদ মিঞ্চা ও ব্র্যাক ব্যাংকের জলক সরকার।

Manual2 Ad Code

এছাড়া ২০২৪-২০২৫ সালের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে৷ উপদেষ্টা কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন বিশিষ্ট সমাজহিতৈষী ও রাজনীতিবিদ ইশতিয়াক আহমদ সিদ্দিকী। এছাড়া উপদেষ্টারা হলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড.ইকবাল আহমদ সিদ্দিকী, বিশিষ্ট সমাজহিতৈষী হাবিব আল নূর, হেক্সাস মেজরটিলা শাখার পরিচালক আব্দুল কাদির সুমন ও বিশিষ্ট সমাজহিতৈষী মো: মোয়াক্কির আহমদ সিদ্দিকী।

Manual6 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Manual1 Ad Code
Manual7 Ad Code