সর্বশেষ

কানাইঘাটে শায়খুল হাদিস মাওলানা নযির আহমদ ঝিঙ্গাবাড়ী আর নেই

প্রকাশিত: ২৫. মে. ২০২৪ | শনিবার

চেম্বার ডেস্ক : সিলেটের জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদরাসার শায়খুল হাদিস মাওলানা নযির আহমদ শায়খে ঝিঙ্গাবাড়ী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ শনিবার ভোর সাড়ে পাঁচটায় সিলেটের কানাইঘাট ঝিঙ্গাবাড়ী গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।

মরহুমের জানাযা আজ বাদ আসর কানাইঘাটের বোরহান উদ্দিন বাজারে তাঁর প্রতিষ্ঠিত লামা ঝিঙ্গাবাড়ি মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।

শায়খুল হাদিস নজির আহমদ একজন নিভৃতচারী সাধক আলেম ছিলেন। তিনি জামেয়া রেঙ্গা, মাযাহিরুল উলুম গাছবাড়ি, সিলেটের ভার্থখলা, কাজিরবাজার, রাজাগঞ্জসহ অনেক মাদরাসায় আজীবন ইলমে হাদিসের খেদমত করেছেন। দেশবিদেশে তাঁর অসংখ্য ছাত্র রয়েছেন।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930