সর্বশেষ

» কানাইঘাটে এতিম শিশুদের মধ্য ইমেজ ফাউন্ডেশনের নগদ অর্থ সহায়তা ও খাদ্য বিতরণ

প্রকাশিত: ২৪. মার্চ. ২০২৪ | রবিবার

শাহ ইসমাইল: ইমেজ ফাউন্ডেশন’ এর উদ্যোগে সিলেটের কানাইঘাট উপজেলার দুটি মাদ্রাসার এতিম শিশুদের মাঝে নগদ অর্থ সহায়তা ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সম্প্রতি পৃথক আয়োজনের মধ্যে দিয়ে লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের জামেয়া মাদানিয়া মমতাজগঞ্জ মাদ্রাসা ও ঝিংগাবাড়ী ইউনিয়নের তিনচটি নয়াগ্রাম দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার এতিম শিশুদের মাঝে নগদ অর্থ সহায়তা ও উপজেলার বিভিন্ন জায়গায় অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও ফাউন্ডেশনের পক্ষ থেকে লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের অজপাড়া গাঁয়ের অসহায় আশিক ফয়জুল্লাহ’র কলেজে ভর্তির জন্য নগদ অর্থ প্রদান করা হয় এবং পরবর্তীতে তাঁর লেখাপড়ার খরচ বহন করবে ইমেজ ফাউন্ডেশন।

পৃথক এসব আয়োজনে ইমেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ইমেজটেক্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর বেলাল আহমেদ, লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান তমিজ উদ্দিন, শিক্ষক নেতা শাহ ইসমাইল, ইউপি সদস্য কাদির উদ্দিন, মুজির উদ্দিন, জামেয়া মাদানিয়া মমতাজগঞ্জ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জামিল আহমদ, তিনচটি মাদ্রাসার মোতাওয়াল্লি ফয়জুর রহমান, হাফিজ মাওলানা আব্দুর রহিম, মাওলানা মোঃ ইয়াকুব আলী, মাওলানা আলিম উদ্দিন, পল্লী চিকিৎসক অলিউর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031