সর্বশেষ

» নগরীর কদমতলীতে মা’কে বেঁধে মেয়েকে অপহরণের চেষ্টা, দলিলপত্র লুটপাট

প্রকাশিত: ১৯. অক্টোবর. ২০১৮ | শুক্রবার

চেম্বার প্রতিবেদক: বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় মা’কে বেঁধে মেয়েকে অপহরণের চেষ্টা ও বাসায় হামলা চালিয়ে দলিলপত্র লুটপাট করে নগদ ২ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে সিলেট মহানগর ছাত্রলীগ সেক্রেটারি আব্দুল আলীম তুষার গংদের বিরুদ্ধে।

গতকাল রাত ২ ঘটিকার দিকে সিলেট সিটি করপোরেশনের ২৭ নং ওয়ার্ডের কদমতলী এলাকার মৃত সুলতান খানের বাসায় এ ঘটনাটি ঘটে।
জানা যায়, মৃত সুলতান খানের মেয়ে সুহানা খানমকে অপহরণের উদ্দেশ্য একদল সন্ত্রাসী অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে বাসায় আক্রমন করে। সন্ত্রাসীরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে সুহানার মা’কে বেঁধে ফেলে সুহানাকে জোরপূর্বক অপহরণের চেষ্টা করে।
তখন সোহানার আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা ঘরের মধ্যে ব্যাপক লুটতরাজ করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

সুলতানের খানের পরিবারের সাথে যোগাযোগ করা হলে সুহানা দাবী করে বলেন, সিলেট মহানগর ছাত্রলীগের সেক্রেটারি আব্দুল আলিম তুষারের নেতৃত্বে এ হামলা করা হয়েছে। সুহানা আরো দাবী করে বলেন, তুষার তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল কিন্তু তিনি তা প্রত্যাখান করেছেন। এতে তুষার ক্ষিপ্ত হয়ে তার দলবল নিয়ে আমাকে অপহরণ করতে চেয়েছিল। অস্ত্রের মুখে আমাদেরকে জিম্মি করে নগদ ২ লক্ষ টাকা এবং ব্যবসা প্রতিষ্ঠানের দলিলপত্র লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এ রকম একটি ঘটনা শুনেছি, তবে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031