সর্বশেষ

» কানাইঘাটে বঙ্গবন্ধু প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে অর্থ সহায়তা প্রদান

প্রকাশিত: ২৭. জানুয়ারি. ২০২৪ | শনিবার

Manual4 Ad Code

কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন বঙ্গবন্ধু প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে অসহায় প্রতিবন্ধীদের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় স্থানীয় সুরইঘাট বাজারে প্রতিবন্ধীদের মাঝে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মেডিকেল বিশ^বিদ্যালয়ের রেজিষ্ট্রার ও কানাইঘাট মালিক-নাহার মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা এ.কে.এম ফজলুর রহমান।
লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য আলিম উদ্দিন এর সভাপতিত্বে ও বঙ্গবন্ধু প্রবাসী কল্যাণ পরিষদ বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাস্টার বশিরুল হক এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিক্ষাবিদ অধ্যক্ষ সিরাজুল ইসলাম, চরিপাড়া স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মুজম্মিল আলী, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাও. জামাল উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন।
উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ সভাপতি শাহিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুমিন রশিদ, ইউপি যুবলীগের সভাপতি নজির আহমদ, ছাত্রলীগের সভাপতি মুর্শেদ আলম, সাধারণ সম্পাদক ফাহিম সিদ্দিকী, বঙ্গবন্ধু প্রবাসী পরিষদের স্থানীয় প্রতিনিধি ছাত্রনেতা আসবেল।
প্রধান অতিথির বক্তব্যে কানাইঘাটের কৃতি সন্তান এ.কে.এম ফজলুর রহমান বলেন, প্রতিবন্ধীরা পরিবার ও সমাজের বোজা নয়, তাদেরকে পরিবারের অন্যান্য সদস্যদের মতো আমাদের সবাইকে ¯েœহ ও সম্মান করতে হবে। প্রতিবন্ধীরা অত্যন্ত মেধাবী, তাদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারলে তারা সম্মানের সহিত সমাজে মাথা উঁচু করে দাঁড়াবেন। তিনি আরো বলেন, প্রতিবন্ধীদের সরকার সবধরনের সুযোগ-সুবিধার আওতায় নিয়ে এসেছেন, সরকারের পাশাপাশি সামাজিক সংগঠন ও সমাজের বিত্তশালীরা অসহায় প্রতিবন্ধীদের পাশে দাড়িয়ে সহযোগিতার হাত প্রসারিত করলে তারা আরো ভালোভাবে জীবন যাপন করতে পারবে। বঙ্গবন্ধু প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে এলাকার অসহায় প্রতিবন্ধীদের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করায় তিনি সংগঠনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহŸান জানান।
অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের ৫৩ জন অসহায় প্রতিবন্ধী সহ আরো অনেককে নগদ অর্থ সহায়তা প্রদান করেন অতিথিবৃন্দ। এছাড়াও বঙ্গবন্ধু প্রবাসী কল্যাণ পরিষদ কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সাংগঠিনক সম্পাদক এনাম উদ্দিন, সদস্য নাজিম উদ্দিন, এনাম উদ্দিন, বিলাল আহমদ, হারিছ উদ্দিনকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।

           

সর্বশেষ

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Manual1 Ad Code
Manual5 Ad Code