ইমেজ ফাউন্ডেশনের উদ্যোগে কানাইঘাটের রাজাগঞ্জে শীতবস্ত্র বিতরণ
কানাইঘাট প্রতিনিধিঃ ইমেজ ফাউন্ডেশন ঢাকার উদ্যোগে সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩টায় উপজেলার রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইমেজ ফাউন্ডেশন ঢাকার আয়োজনে ইউনিয়নের শতাধিক শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলামের সভাপতিত্বে ও ইমেজ ফাউন্ডেশনের অন্যতম পরিচালক শরিফুল ইসলামের পরিচালনায়, শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর ফজলে এলাহী মোহাম্মদ ফয়সাল। প্রধান বক্তার বক্তব্য রাখেন, দৈনিক মানবজমিন পত্রিকার কুটনৈতিক সংবাদদাতা মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দারুল হাদীস রাজাগঞ্জ ইউনিয়নের শায়খুল হাদীস ও শিক্ষাসচিব মাওলানা আহমদ আলী, প্রধান পৃষ্ঠপোষক ও ইমেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান বেলাল আহমেদ।
এছাড়াও ইউপি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাহবুব আহমদ চুনু, আশিক উদ্দিন, আব্দুল্লাহ মিয়া, দুলাল আহমদ, ফয়সাল আহমদ, সমাজসেবী ফখরুল ইসলাম, জাহেদ আহমদ প্রমুখ।
এ সময় আয়োজকরা জানান, পর্যায়ক্রমে উপজেলার এক হাজার শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল ও জ্যাকেট বিতরণ করা হবে।