» আল-জালাল আবনা-ফুজালা পরিষদের সভা, বিভিন্ন কমিটি গঠন

প্রকাশিত: ১২. ডিসেম্বর. ২০২৩ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক: মুহিউস-সুন্নাহ সাতবাঁক চরিপাড়া মাদ্রাসার আবনা ও ফুযালাদের সংগঠন ‘আল-জালাল আবনা-ফুজালা পরিষদের এক সাধারণ সভা গত শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা জালাল উদ্দীনের সভাপতিত্বে এবং হাফিয মাওলানা মুফতী শাহীনুল ইসলাম ও হাফিয মাওলানা শামসুল ইসলামের যৌথ সঞ্চালনায় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ দেলোয়ার।

সভায় প্রথমেই মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা জালাল উদ্দীন আবনা-ফুজালাদের একত্রিকরণের কারণ ব্যাখ্যা করেন। পরবর্তীতে সকলকে উম্মুক্ত আলোচনার অনুমতি প্রদান করেন।

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর ২০২৩ রোজ বুধবার মাদ্রাসার মুহতামিম এবং হাফিয হারুনুর রশিদের উপস্থিতিতে পরিষদের একটি খাকা তৈরি করা হয়। সেই খাকা প্যানেলকে সামনে রেখে সভায় সিনিয়র-জুনিয়র সকলের উম্মুক্ত আলোচনায় বিশেষভাবে চারটি বিষয় সিদ্ধান্ত গৃহীত হয়।

১.উপদেষ্টা কমিটি পুনর্গঠন।

২.মজলিসে শূরা বা সিদ্ধান্ত গ্রহণকারী কমিটি।

৩.কার্যনির্বাহী কমিটি পূর্ণ গঠন।

৪.সাধারণ পরিষদ নিয়ে পর্যালোচলা।

৪. মাসিক চাঁদার হার ও চাঁদা আদায়ের সময় নির্ধারণ।

পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

উপদেষ্টামণ্ডলী:

প্রধান উপদেষ্টা, মাওলানা নূর আহমদ লক্ষীপুরী,সহকারি উপদেষ্টা, মাওলানা আবদুল্লাহ কাসিমী,সহকারি উপদেষ্টা, মাওলানা ইয়াহইয়া পাত্রমাটি,সহকারি উপদেষ্টা, মাস্টা আবদুল কাদির,সহকারি উপদেষ্টা, আব্দুল আযীয মেম্বার।

সাত সদস্য বিশিষ্ট মজলিসে শূরা বা সিদ্ধান্ত গ্রহণকারী কমিটি:

১. হাফিয হারুনুর রশিদ

২. হাফিয নূরুল ইসলাম

৩. হাফিয সুলেমান আহমদ

৪. হাফিয মইনুল ইসলাম

৫. মুফতি শাহীনুল ইসলাম

৬. হাফিয ফখরুল ইসলাম ২

৭. হাফিয শামসুল ইসলাম

 

৩৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কার্যনির্বাহী কমিটির পূর্ণ রূপ নিম্নে প্রদত্ত হলো।

 

সভাপতি: হযরত মাওলানা হাফিয জালাল উদ্দীন সাহেব দা.বা.

নির্বাহী সভাপতি: হাফিয হারুনুর রশিদ (কান্দিগ্রামী)

সহ-সভাপতি: হাফিয নুরুল ইসলাম

সহ-সভাপতি: হাফিয সুলাইমান আহমদ

সহ-সভাপতি: হাফিয ফখরুল ইসলাম ১

সহ-সভাপতি: হাফিয আরশদ আহমদ

সাধারণ সম্পাদক: হাফিয মাওলানা মুফতি শাহীনুল ইসলাম

সহ-সাধারণ সম্পাদক: হাফিয মাওলানা শামসুল ইসলাম

সহ-সাধারণ সম্পাদক: হাফিয মাওলানা ইকবাল আহমদ

সাংগঠনিক সম্পাদক: হাফিয মাওলানা মইনুল ইসলাম

সহ-সাংগঠনিক সম্পাদক: হাফিয দেলোয়ার হোসাইন

অর্থ সম্পাদক: হাফিয মাওলানা জাহিদ আহমদ

প্রচার সম্পাদক: হাফিয মামুনুর রশিদ

সহ-প্রচার সম্পাদক: হাফিয দেলোয়ার আহমদ

সহ-প্রচার সম্পাদক: হাফিয এফাজ তালুকদার

অফিস সম্পাদক: হাফিয নূর আহমদ

সাহিত্য সম্পাদক: হাফিয নাঈম আহমদ

প্রশিক্ষণ সম্পাদক: হাফিয মাওলানা আবদুল কাহহার

সহকারী প্রশিক্ষণ সম্পাদক: হাফিয রুহুল আমিন

সমাজসেবা সম্পাদক: হাফিয ইমদাদুল হক মেহেদী

সহকারী সমাজসেবা সম্পাদক: হাফিয আফাজ উদ্দিন (মুলাগুল)

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: হাফিয মাওলানা জিল্লুর রহমান (সৌদি প্রবাসী)

সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক. হাফিয আবদুশ শাকুর (কুয়েত প্রবাসী)

সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক. হাফিয জিলাল আহমদ

প্রকাশনা সম্পাদক: মুফতি মইনুল ইসলাম (মেছা)

সহ-প্রকাশনা সম্পাদক: হাফিয মুহাম্মদুল্লাহ

সম্মানিত সদস্য :-

১. হাফিয আলিমুদ্দিন

২.হাফিয কামাল আহমদ

৩.হাফিয আব্বাস উদ্দিন

৪.হাফিয তাজুল ইসলাম

৫.হাফিয শিহাব উদ্দিন

৬.হাফিয আবুল কালাম

৭.হাফিয কাওসার

৮.হাফিয বুরহান

৯.হাফিয কামরুল

১০.হাফিয মাহমুদুল্লাহ

১১.হাফিয জাকারিয়া

সভা শেষে প্রবাসী কমিটি গঠনের কথা উল্লেখ করে, মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031