সর্বশেষ

কানাইঘাটে যুবতী ধর্ষণ মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ১০. অক্টোবর. ২০২১ | রবিবার

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে যুবতী ধর্ষণের মামলায় এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে সিলেট নারী ও শিশু নির্যাতন আদালতের বিচারক মুহিতুর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন বলে জানান আদালতের পিপি রাশিদা সাইদা খানম।

বর্তমানে ২৬ বছর বয়সি আসামি জাবির আহমদ সিলেট জেলার কানাইঘাট উপজেলার ৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউপির ব্রাক্ষণ গ্রামের এখলাছ উদ্দিনের ছেলে। আসামী পলাতক থাকা অবস্থায় মাননীয় আদালত এ রায় ঘোষণা করেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ১০ মার্চ রাতের আঁধারে উপজেলার ব্রাক্ষণ গ্রামের ২৬ বছর বয়সি এক যুবতীকে তার ফুফুর বাড়িতে অস্ত্রের ভয় দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করেন একই গ্রামের ২১ বছরের যুবক জাবির আহমদ। যুবতীকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করে স্বজনরা। ঐদিন যুবতী বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা করেন। থানার মামলা নং-১৭।
উল্লেখ্য, তখন স্থানীয় জনতা জাবিরকে হাতেনাতে আটক করে পুলিশ দেন। জাবির পরবর্তীতে আদালত থেকে জামিন নিয়ে পলাতক হয়ে যান।

ন্যায় বিচার পেয়েছেন দাবি করে আদালতের পিপি জানান, এ রায়ে রাষ্ট্রপক্ষ ও মামলার বাদী খুশি।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031