সর্বশেষ

সাহেবের বাজার স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে ডা:সৌরভকে সংবর্ধনা

প্রকাশিত: ১৩. ফেব্রুয়ারি. ২০২৩ | সোমবার


Manual8 Ad Code

চেম্বার প্রতিবেদক: সিলেট শহরতলীর সাহেবের বাজার স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে
ক্যামব্রিজ ইউনিভার্সিটি হাসপাতালের ডাক্তার আরাফাত মোশাররফ সৌরভকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

Manual7 Ad Code

সোমবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাহেবের বাজার স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি’র সভাপতি শফিকুর রহমান চৌধুরী।সাহেবের বাজার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ দেবেন্দ্র কুমার সিংহ এর সভাপতিত্বে ও আব্দুল বাসিত এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এডভোকেট হেলাল আহমেদ।প্রধান অতিথি’র বক্তব্যে শফিকুর রহমান চৌধুরী বলেন,বিশ্বের নামডাক বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস করে সৌরভ আজ আরেক নামডাক বিশ্ববিদ্যালয় ক্যামব্রিজ ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসক।এটি বৃহত্তর সাহেবের বাজার তথা গোটা সিলেটবাসীর গর্ব। ডাক্তার সৌরভের দাদা মরহুম হাজী ফরজান আলী মাস্টার সাহেবের বাজার স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।এজন্য সৌরভকে আমরা সাহেবের বাজার স্কুল অ্যান্ড কলেজে ডেকেছি,যেন তাকে দেখে আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীরা অনুপ্রাণিত হয়।ডাক্তার সৌরভ সাহেবের বাজারের সন্তান হলেও আজ সে যুক্তরাজ্যের মাটিতে সৌরভ ছড়াচ্ছে,একদিন বিশ্বজুড়ে তার সৌরভ ছড়িয়ে পড়বে,এই প্রত্যাশা করছি।ডাক্তার আরাফাত মোশাররফ সৌরভ তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন,দেশের জন্য হৃদয়ের টান,এজন্য বার বার দেশে ফিরে আসতে মন চায়।আমার বাবা আমাকে দেশের মাটি ও মানুষকে ভালোবাসতে অনুপ্রাণিত করেছেন।
কোন একদিন হয়তো আমি দেশের জন্য, দেশের মানুষের জন্য ভালো কোন সংবাদ নিয়ে আসবো,ইনশাআল্লাহ!
আজকে আমার মতন একজন ছোট মানুষকে সাহেবের বাজার স্কুল অ্যান্ড কলেজে ডেকে এনে যে সম্মান প্রদান করা হয়েছে তা আমি কোনদিনই ভুলবো না।আমি নিজেকে সবসময় ছোট মনে করি,আর এই শিক্ষা আমার বাবা আমাকে প্রদান করেছেন।আমি সভাপতি শফিকুর রহমান চাচাসহ স্কুল অ্যান্ড কলেজ কমিটির সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন সাহেবের বাজার স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি’র সদস্য আব্দুস শহীদ,রফিক আহমদ,আরব আলী,শিক্ষানুরাগী সদস্য ইকলাল আহমদ,শামসুল আবেদীন,শিক্ষক প্রতিনিধি হাবিবুর রহমান, ধর্মীয় শিক্ষক হাজী শামসুর রহমান,এসিস্ট্যান্ট সহকারী শিক্ষক হারুন অর রশীদ,সেলিম উদ্দিন,হাবিবুর রহমান,ডাক্তার জালাল আহমদ,সাংবাদিক মতিউর রহমান,সাংবাদিক সাইফুল ইসলাম,সিরাজ উদ্দিন,নাজিম উদ্দিন।

Manual2 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual3 Ad Code