সর্বশেষ

» কানাইঘাট পৌরসভার উদ্যোগে শেখ রাসেল দিবস উদযাপিত

প্রকাশিত: ১৮. অক্টোবর. ২০২২ | মঙ্গলবার

কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট পৌরসভার উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস-২০২২ উদ্যাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন চত্ত্বরে নির্মিত শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পৌরসভার মেয়র লুৎফুর রহমানের নেতৃত্বে সকল ওয়ার্ডে কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কর্মকর্তা, কর্মচারীবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এছাড়াও শেখ রাসেল দিবস উপলক্ষ্যে পৌরসভার উদ্যোগে পৌর কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। পৌর মেয়র লুৎফুর রহমানের সভাপতিত্বে ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌরসভার প্যানেল মেয়র মাও. ফখর উদ্দিন, পৌর প্রকৌশলী মনির উদ্দিন, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর বিলাল উদ্দিন, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আবিদুর রহমান, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর শাহাব উদ্দিন চৌধুরী প্রমুখ। শেখ রাসেল দিবসের তাৎপর্য তুলে ধরে পৌরসভার মেয়র লুৎফুর রহমান বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্টের কালো রাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু সহ তার কনিষ্ঠ পুত্র শেখ পরিবারের আদরের দুলাল শিশু শেখ রাসেলকে হত্যা করে ঘাতকচক্র। জাতির পিতা শেখ মুজিবুর রহমান নির্মল হাসির অধিকারী শিশু রাসেলকে অত্যন্ত ভালবাসতেন। শিশু রাসেল অনেক প্রতিভার অধিকারী ছিলেন। তাঁর জন্মদিনে আমাদের অঙ্গীকার হোক রাসেলকে যেন আমরা সব-সময় ভালবাসি।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30