সর্বশেষ

» কানাইঘাটে মুক্তিযোদ্ধা আ. সাত্তারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রকাশিত: ১৬. সেপ্টেম্বর. ২০২০ | বুধবার

কানাইঘাট প্রতিনিধি:: কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের নিজ কাড়াবাল্লা গ্রাম নিবাসী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কুটুকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে।

 

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কুটু সিলেট শহরের নুরজাহান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৪টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নানিল্লাহি…রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, সাত মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

আজ বুধবার বাদ আসর নিজ কাড়াবাল্লা জামে মসজিদ প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কুটুর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

 

জানাজার নামাজে শরীক হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খান, লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. ফয়েজ আহমদ, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন কাজল, সাবেক চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নাজমুল হক, সুরতুন্নেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ উদ্দিন সাজু, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সেলিম চৌধুরী মেম্বারসহ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কুটুর সহকর্মী বীর মুক্তিযোদ্ধাগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও হাজারো মানুষ।

 

জানাজার নামাজ শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় এ বীর মুক্তিযোদ্ধাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

স্থানীয়রা জানিয়েছেন, মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কুটু এলাকার একজন সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী ছিলেন। একাত্তরের রণাঙ্গনে তিনি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে অত্যন্ত সাহসী ভূমিকা রাখেন।

 

এদিকে মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কুটুর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগ নেতা সাতবাঁক ইউপির সাবেক চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সহ বিভিন্ন মহল।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031