সর্বশেষ

» কানাইঘাটে অষ্ট্রেলিয়া প্রবাসী বদরুল আমিনের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩. সেপ্টেম্বর. ২০২২ | শুক্রবার

Manual4 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:: কানাইঘাট পৌরসভার মহেষপুর গ্রাম নিবাসী তরুন সমাজকর্মী মহেষপুর জামে মসজিদের সাবেক মুতাওয়াল্লী অষ্ট্রেলিয়া প্রবাসী মরহুম বদরুল আমিন লাবুর অকাল মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অাজ  শুক্রবার বিকেল ৩টায় কানাইঘাট পাবলিক হাইস্কুল মিলনায়তনে বদরুল আমিন লাবুর সহপাটি এসএসসি-৯৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পাবলিকের স্কুলের প্রধান শিক্ষক ইয়াহহিয়া এর সভাপতিত্বে ও মাস্টার আজির উদ্দিনের পরিচালনায় শোকসভায় অস্ট্রেলিয়া প্রবাসী সমাজকর্মী যুব সংগঠক বদরুল আমিনের অকাল মৃত্যুর স্মৃতি চারন করে বক্তারা বলেন, কানাইঘাটের তরুন ও যুব সমাজের এক পরিচিত মুখ ছিলেন বদরুল আমিন। সব সময় ভাল কাজে অংশ গ্রহন, মসজিদ, মাদ্রাসার খেদমত করার পাশাপাশি সকল মহলের স্নেহের ব্যক্তিত্ব অধিকারী ছিলেন তিনি। সবার সাথে তার সুসম্পর্ক ছিল। অষ্ট্রেলিয়ায় স্ব-পরিবারে যাওয়ার পর ১ মাসের মধ্যে তার অকাল মৃত্যুতে এলাকার সবাই শোকাহত। আল্লাহ রাব্বুল আলআমিন যেন তাকে বেহেস্ত নছিব করেন এবং তার ৩ সন্তান সহ পরিবারের সদস্যদের যেন ধৌর্য্য ধরার তৌফিক দেন-শোকসভায় সেই দোয়া করে সবাই। বদরুল আমিনের সহকর্মী ৯৯ এসএসসি ব্যাচে’র উদ্যোগে স্মরন সভা ও দোয়া মাহফিলের আয়োজন করায় উপস্থিত সবাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। শোকসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন, কানাইঘাট সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আফসর উদ্দিন আহমেদ চৌধুরী, দারুল ঊলূম মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা আব্দুল লতিফ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, সাবেক ছাত্রনেতা তারেক চৌধুরী, সিলেট বারের আইনজীবি এপিপি আবু সিদ্দিক, এডভোকেট আলা উদ্দিন, আওয়ামীলীগ নেতা শরীফ উদ্দিন, মাস্টার মিলন কান্তি দাস, ব্যাংকার ফখরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য প্রবাসী রুহুল আমিন, যুক্তরাষ্ট্র প্রবাসী সিলেট ল’কলেজের সাবেক এজিএস এম মোস্তাক আহমদ, সোনারতালুক জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ নজির আহমদ, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক হারিছ উদ্দিন, মরহুম বদরুল আমিনের বড় ভাই কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী রুহুল আমিন, রায়গড় মসজিদের ইমাম মাওলানা খালেদ আহমদ, মহেষপুরের গ্রামের মুরব্বী বশির আহমদ প্রমুখ। শোক সভা শেষে মরহুম বদরুল আমিন লাবুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল লতিফ। এছাড়াও শোকসভায় আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সম্পাদক মাহবুবুর রশিদ, দপ্তর সম্পাদক মুমিন রশিদ, মাস্টার বুলবুল আহমদ, মাস্টার কামাল উদ্দিন, সাবেক সংবাদকর্মী খোকন জামান, প্রবাসী আব্দুল কাহির, খাজা গোলাম করিম, মাস্টার বাবুল হোসেন প্রমুখ।

           

সর্বশেষ

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Manual1 Ad Code
Manual6 Ad Code