সর্বশেষ

সিলেট জেলা পরিষদ নির্বাচনে গোয়াইনঘাটে ফের আলোচনায় শাহপরান

প্রকাশিত: ০৬. সেপ্টেম্বর. ২০২২ | মঙ্গলবার


Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৭ অক্টোবর সিলেট জেলা পরিষদের নির্বাচন। ইতোমধ্যে নির্বাচনকে সামনে রেখে সদস্য পদে মাঠ চষে বেড়াচ্ছেন একাধিক প্রার্থী। গোয়াইনঘাট উপজেলা নিয়ে গঠিত ১০নং ওয়ার্ডে সদস্য পদে ফের আলোচনায় রফিকুল ইসলাম শাহপরান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোয়াইনঘাট ওয়ার্ডে সদস্য পদে এখন পর্যন্ত অর্ধ ডজন প্রার্থীর নাম শুনা গেলেও ফের আলোচনায় রয়েছেন ওয়ার্ডটির সাবেক সদস্য ও বিশিষ্ট রাজনীতিবিদ রফিকুল ইসলাম শাহপরান। যদিও তার সাথে প্রার্থী হতে চাইছেন- গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য সুবাস দাস,মো. লুৎফুল হক, আওয়ামী লীগ নেতা ইমরান হোসেন সুমন, , গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছয়ফুল আলম আবুল ও গোয়াইনঘাটের বিশিষ্ট ব্যবসায়ী বিলাল উদ্দিন।
একাধিক বিশ^স্ত সূত্রে জানা গেছে, একাধিক প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্ধিতা হতে পারে রফিকুল ইসলাম শাহপরান ও সুবাস দাসের মধ্যে।
স্থানীয় এলাকাবাসী জানান, সিলেট জেলা পরিষদের বিগত মেয়াদে তৎকালিন সদস্য রফিকুল ইসলাম শাহপরানের উদ্যোগে উপজেলায় বেশকিছু উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে। এছাড়া যেকোন প্রয়োজনে তাকে সবার আগে পাওয়া যায়। রাজনীতির সাথে সংশ্লিষ্ট থাকায় তার সাথে রয়েছে জনপ্রতিনিধিদের সুসম্পর্ক। ফলে আগামী নির্বাচনেও ফলাফল ঘরে তোলার সুযোগ রয়েছে তার।
এছাড়াও জনপ্রতিনিধিদের ভোটে জনপ্রতিনিধি নির্বাচন গোয়াইনঘাট উপজেলার প্রধান আলোচনা হিসাবে হাট-বাজার,অফিস-আদালতসহ ধর্মীয় উপাসনালয়ের ক্যাম্পাসে ও গুঞ্জন শোনা যাচ্ছে। পিছিয়ে নেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক। ফেইসবুকে সম্ভাব্য প্রার্থীদের অনুসারীরা প্রার্থীর পক্ষে সাফাই দিচ্ছেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফশীল অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৯-২১ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি ২২-২৪ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। ভোটগ্রহণ হবে ১৭ অক্টোবর। ভোট চলবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual8 Ad Code