সর্বশেষ

» শিশুদের সাথে ঈদের আনন্দে সামিল হয়ে খাদ্য বিতরণ করলেন কানাইঘাটের ইউএনও

প্রকাশিত: ১২. জুলাই. ২০২২ | মঙ্গলবার

Manual3 Ad Code

কানাইঘাট প্রতিনিধি :: শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন কানাইঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি। আজ মঙ্গলবার দুপুর ১২টায় বড়বন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যাদূর্গত কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বৃহত্তর বড়বন্দ এলাকার শতাধিক পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার শিশু খাদ্য তোলে দেন নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি। শিশুরা তাদের অভিভাবকদের সাথে করে নিয়ে এসে নির্বাহী কর্মকর্তার কাছ থেকে নানাপ্রকার শিশু খাদ্য পেয়ে আনন্দে মেতে উঠেন। শিশুদের কাছে পেয়ে ঈদের আনন্দ উপভোগ করেন নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি। শিশু খাদ্য বিতরণ কালে তিনি বলেন, এবারের ভয়াবহ বন্যায় গোটা উপজেলার মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে বন্যাদূর্গত প্রত্যেকটি পরিবারের জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান স্যারের নির্দেশে আমরা বার বার ত্রান সামগ্রী পৌঁেছ দিয়েছি। এর ধারাবাহিকতায় যাতে করে শিশুরা ঈদের আনন্দ উপভোগ করতে পারেন এজন্য প্রধানমন্ত্রীর উপহারের শিশু খাদ্য সামগ্রী আমরা বিতরন করেছি যাতে করে শিশুরা ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়। শিশুখাদ্য সামগ্রী বিতরণকালে নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সভাপতি জামাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ প্রশাসনিক কর্মকর্তা অসীম দেব পাপ্পু, কানাইঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, দপ্তর সম্পাদক মুমিন রশিদ, লক্ষীপ্রসাদ ইউপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এনামুল হক, মহিলা ইউপি সদস্য মিলন বেগম, কলেজ শিক্ষার্থী মাহফুজুর রহমান তুহিন, সমাজকর্মী সেলিম উদ্দিন সহ আরো অনেকে।

           

সর্বশেষ

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Manual1 Ad Code
Manual6 Ad Code