টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান, সহ-অধিনায়ক লিটন দাস

প্রকাশিত: ০২. জুন. ২০২২ | বৃহস্পতিবার


Manual8 Ad Code

চেম্বার ডেস্ক::আজ বৃহস্পতিবার (২ জুন) অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভায় নতুন টেস্ট দলের অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। সভায় সাকিব আল হাসানকে টেস্ট দলের নতুন অধিনায়ক করা হয়। এছাড়া সহ-অধিনায়ক করা হয় উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাসকে।

 

Manual8 Ad Code

এরআগে দক্ষিণ আফ্রিকায় দুই ম্যাচের টেস্ট সিরিজ হারের পর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হার।

ব্যর্থতার দায় মাথায় নিয়ে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক।

Manual2 Ad Code

মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধানের বাস ভবনে মিটিং শেষে সংবাদ সম্মেলনে নেতৃত্ব ছাড়ার বিষয়টি জানান তিনি।

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

সাকিবকে টেস্ট দলের নেতৃত্ব দেওয়ায় টাইগারদের তিন ফর‌ম্যাটে তিন অধিনায়কই থাকলো। টি-টোয়েন্টি দলের নেতৃত্বে মাহমুদুউল্লাহ রিয়াদ, ওয়ানডেতে তামিম ইকবাল আর টেস্টে সাকিব আল হাসান।

 

টেস্ট অধিনায়কত্ব সাকিবের নতুন কিছু নয়।  আইসিসির বহিষ্কারাদেশের কারণে ২০১৯ সালের অক্টোবরে সাকিবের পরিবর্তে মুমিনুলকে টেস্ট দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছিল।  এর আগে দুই মেয়াদে ১৪টি টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন সাকিব। ১৪ ম্যাচের তিনটিতে বাংলাদেশ জিতলেও হেরেছিল ১১টিতে। ক্যারিবীয় সফরে টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে ফের যাত্রা শুরু হবে সাকিবের।

           

Manual1 Ad Code
Manual4 Ad Code