সর্বশেষ

সিলেটে বন্যাকবলিত মানুষের পাশে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ

প্রকাশিত: ২১. মে. ২০২২ | শনিবার

চেম্বার ডেস্ক:: সম্প্রতি সিলেটে বৃষ্টি ও পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যার কারণে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ-এর পক্ষ থেকে বন্যার্তদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার সরবরাহ কর্মসূচী গ্রহন করা হয়। গত ২০ মে’ হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান উক্ত কর্মসূচীর উদ্বোধন করেন। হাসপাতালের ম্যানেজার (এডমিন) মুহাম্মদ জাকির হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক ডাঃ মোদাব্বির হোসেইন, ডিরেক্টর মেডিকেল সার্ভিসেস কর্ণেল ডাঃ রুকনুল ইসলাম চৌধুরী (অবঃ), সিএমও মেজর ডাঃ আব্দুস সালাম চৌধুরী (অবঃ), এজিএম (মার্কেটিং) মোহাম্মদ ওবায়দুল হক ও হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধানগণ। কর্পোরেট সোস্যাল রেসপন্সিবিলিটির আওতায় বন্যার্তদের মাঝে ২০ ও ২১ মে, ২০২২ইং তারিখে সিলেট নগরীর বন্যাকবলিত উপশহর, সবুজবাগ, তেররতন, সোনারপাড়া, টুলটিকর, কুশিঘাট ও মাছিমপুর এলাকায় সকল শ্রেণীর মানুষের মাঝে প্রায় ৫০ হাজার লিটার বিশুদ্ধ পানি ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

সভাপতির বক্তব্যে হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান বলেন- ইবনে সিনা হাসপাতাল জন্মলগ্ন থেকে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। বন্যাকবলিত মানুষ ধনী-গরিব নির্বিশেষে পানি বন্দি হয়ে মানবেতর জীবন-যাপন করছে। তিনি দুই শতাধিক স্বেচ্ছা-সেবকগণের উদ্যোশে বলেন- শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে বন্যাকবলিত পরিবারের মাঝে যত্নসহকারে বিশুদ্ধ পানি ও শুকনো খাবার পৌছে দিবেন। এছাড়া তিনি সমাজের বিত্তশালী ও কর্পোরেট প্রতিষ্ঠানসমূহকে বন্যাকবলিত মানুষের পাশে দাড়ানোর জন্য আহবান জানান। উল্লেখ্য এই ত্রাণ বিতরণ কার্যক্রম সিলেট মহানগরীতে শুরু হয়েছে যা সিলেট জেলার প্রত্যান্ত অঞ্চলের বন্যাকবলিত ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে সাধ্যনুযায়ী বিতরণ অব্যাহত থাকবে।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930