সর্বশেষ

» মৃত্যুবার্ষিকীতে বক্তারা : সামাদ আজাদ ছিলেন মাটি ও মানুষের নেতা

প্রকাশিত: ২৭. এপ্রিল. ২০২২ | বুধবার


Manual8 Ad Code

চেম্বার ডেস্ক:: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্টমন্ত্রী আব্দুস সামাদ আজাদের ১৭ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকাল ৯ টায় পরিবারের পক্ষ থেকে বনানী কবর স্থানে পুস্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক বাহা উদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য শাহাব উদ্দীন ফরায়েজী, মরহুমের জেষ্ট পুত্র, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন, মেঝো ছেলে তৌফিকুস সামাদ।
বাদ আছর কলাবাগানস্থ মসজিদে মিলাদ মাহফিল ও দুয়া অনুষ্ঠিত হয়।
দুপুর ২ টায় সিলেেটে আব্দুস সামাদ আজাদ স্মৃতি পরিষদের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ফয়জুল আনোয়ার আলাওরের সভাপতিত্বে ও রনজিত সরকারের সঞ্চালনায় বক্তারা বলেন, আব্দুস সামাদ আজাদ ছিলেন মাটি ও মানুষের নেতা। সারাজীবন অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত দেশ ও জাতির প্রয়োজনে তিনি যে অবদান রেখেছেন জাতি কোনোদিন ভুলবে না।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, সুজাত আলী রফিক, বিশিষ্ট সাংবাদিক আহমেদ নুর, আওয়ামী লীগ নেতা আব্দুল খালিক, সাইফুল আলম, সৈয়দ শামিম, সিলেট জেলা যুবলীগ সভাপতি ভিপি শামিম, স্বেচ্ছাসেবক লীগ মহনগের সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিঠু, ছাত্রলীগ সভাপতি নাজমুল ইসলাম প্রমুখ।
পরে সিলেট জেলা আওয়ামী আিনজীবী পরিষদের উদ্যোগে আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে, জগন্নাথপুরে আব্দুস সামাদ আজাদ স্মৃতি সংসদের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি হারুন রশীদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্রের পরিচালনায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ হরমুজ আলী, জগন্নাথপুর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজ উদ্দিন মাস্টার, লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা, সাবেক মেয়র মিজানুর রশীদ ভুইয়া, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, শাহিন তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান হাবীব, পৌর শাখার সভাপতি ছালিক আহমদ প্রমুখ।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। প্রবীণ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও অ্যাডভোকেট শুকুর আলীর পরিচালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী আমজদ, অ্যাডভোকেট রইছ উদ্দিন, অ্যাডভোকেট চান মিয়া, আইনজীবী সমিতির সাবেক সভাপতি নজরুল ইসলাম সেপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্তারুজ্জামান সেলিম, বর্তমান সভাপতি রবিউল লেইস রোকেশ, অ্যাডভোকেট বোরহান উদ্দিন দোলন প্রমুখ।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুটের উদ্যোগে রমিজ বিপনীর কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, জেলার সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, শংকর দাশ, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু প্রমুখ।
আওয়ামী লীগের সহ সভাপতি নোমান বখত পলিনের উদ্যোগে
সুনামগঞ্জে পুরাতন কোর্ট মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি চান মিয়া, সাবেক সম্পাদক শুকুর আলী, সাবেক সভাপতি নজরুল ইসলাম, মসজিদ কমিটির সেক্রেটারি নুরুর রব চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, পৌর আওয়ামী লীগ সহ সভাপতি শফিকুল হক, জেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক রাসেল চৌধুরী, জেলা ছাত্রলীগের সহ সভাপতি জিসান এনায়েত রেজা, সহ সম্পাদক সাকিব আহমদ প্রমুখ।
এ ছাড়া, জগন্নাথপুরে কোরেশী সমাজকল্যাণ যুব পরিষদ সৈয়দপুরের উদ্যোগে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন কোরেশী, ফয়জুনুর হোসেন কোরেশী, আফজাল হোসেন কোরেশী, আসাদ হোসেন কোরেশী, জয়নুল আহমেদ কোরেশী, সৈয়দ আবু বক্কর, টিপু কোরেশী, গুলজার কোরেশী, সৈয়দ সারজান আহমেদ তালহা, রাব্বিল কোরেশী, সৈয়দ শামীম, সৈয়দ সাজাদ, দিলোয়ার কোরেশী, দিদার কোরেশী প্রমুখ।

           

সর্বশেষ

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Manual1 Ad Code
Manual8 Ad Code