সর্বশেষ

রাসুল ( সা:) এর জীবনে রয়েছে সারা বিশ্বের সকল মানব জাতির শান্তির প্রেসক্রিপশন

প্রকাশিত: ১১. নভেম্বর. ২০২১ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক::সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, দাম্পত্য জীবন, রাষ্ট্রীয় জীবন তথা রাসূলে কারীমের পুরো জীবনের মধ্যে রয়েছে কেয়ামত পর্যন্ত আগমনকারী সারা বিশ্বের সকল মানব জাতির শান্তির প্রেসক্রিপশন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখার উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সা. আলাচনা সভায় বক্তারা বলেন- অশান্ত, অশৃঙখল, হানাহানিতে লিপ্ত বিশ্বের মানুষের জন্য রহমত (শান্তি) স্বরূপ প্রেরণ করেছেন মহান আল্লাহ তায়ালা।

অতএব, নিঃসন্দেহে বলা যায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পুরো জীবনের মধ্যে রয়েছে কেয়ামত পর্যন্ত আগমনকারী সারাবিশ্বের সকল মানবজাতির শান্তির প্রেসক্রিপশন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) নগরীর বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে শাখা সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সিরাতুন নবী সা. আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আতাউর রহমান কোম্পানিগনঞ্জী, সিলেট মহানগরীর সহ সভাপতি মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জী।

জমিয়তে উলামায়ে ইসলাম ইউ.কে’র সহ সভাপতি মাওলানা শায়েখ তরীকুল্লাহ, ইউ.কে’র মাওলানা ফখরুদ্দীন সাদিক, সিলেটের  সাধারণ সম্পাদক মাওলানা আবদুল মালিক ক্বাসিমী, সিলেট মহানগরের সহ সভাপতি মাওলানা সৈয়দ শামীম আহমদ, মাওলানা মুজিবুর রহমান, মুফতী মুজিরুদ্দীন, হাফিজ আবদুল্লাহ, জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা শফিউল আলম, সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস ছামাদ, মহানগরের সহ সাধারণ সম্পাদক মাওলানা সদরুল আমিল, প্রচার সম্পাদক মাওলানা শামীম আহমদ।

ফেঞ্চুগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, এয়ারপোর্ট থানা সহ সভাপতি মাওলানা মুতাওয়াক্কিল বিল্লাহ জালাল, সিলেট মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা কবির আহমদ, জেলা যুব জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ, মহানরগ ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা লুৎফুর রহমান, সহ সভাপতি মাওলানা আবুল খায়ের, সহকারী প্রচার মাওলানা আতিক নগরী, মাওলানা কামরুল ইসলাম সিদ্দীক প্রমুখ।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930