সর্বশেষ

» কানাইঘাটে জাতীয় সমবায় দিবস উদযাপিত

প্রকাশিত: ০৬. নভেম্বর. ২০২১ | শনিবার

Manual4 Ad Code

চেম্বার ডেস্ক: “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় কানাইঘাটে ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।

উপজেলা সমবায় অফিসের উদ্যোগে এ উপলক্ষে শনিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় বর্নাঢ্য র‌্যালি পরবর্তী আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের পর সমবায় দিবসের মূল আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন নাহার আশার সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল মালিকের পরিচালনায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী।

Manual4 Ad Code

উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের ব্যাপক উপস্থিতিতে সমবায় দিবসের আলোচনা সভায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দক্ষিণ বানিগ্রাম ইউপির চেয়ারম্যান মাসুদ আহমদ, রিংকু চক্রবর্তী, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মাস্টার আনোয়ারুল হক। সমবায় সমিতির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় স্বর্ণ পদ প্রাপ্ত সানরাইজ সমবায় সমিতির সাবেক সভাপতি নাজিম উদ্দিন, অরণ্য সমবায় সমিতির সভাপতি শসসের আলম, কায়স্থগ্রাম সবজি সমবায় সমিতির সাধারণ সম্পাদক বিজিৎ চন্দ্র প্রমূখ।

সমবায় দিবসের আলোচনা সভায় যুুব ও তরুণ সমাজকে আত্মনির্বরশীল হিসাবে গড়ে তুলার জন্য উপজেলার সমবায় সমিতি গুলোকে আরো শক্তিশালি করাসহ সমবায় সমিতির সংখ্যা আরো বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়। সেই সাথে সমবায়ের মাধ্যমে আত্মনির্বরশীল সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে এক সাথে কাজ করার আহবান জানানো হয়। সমবায়ের মাধ্যমে এলাকায় কর্ম সংস্থান ও সমাজ নির্মানে অবদান রাখায় এবছর সানরাইজ সমবায় সমিতি ও কায়স্থগ্রাম সবজি সমবায় সমিতিকে উপজেলার শ্রেষ্ঠ সমিতির স্বিকৃতি স্বরুপ ক্রেষ্ট প্রদান করা হয়।

Manual1 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Manual1 Ad Code
Manual8 Ad Code