সর্বশেষ

» সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ -২০২১ অনুষ্ঠিত

প্রকাশিত: ০২. নভেম্বর. ২০২১ | মঙ্গলবার

Manual4 Ad Code

চেম্বার ডেস্ক:: 
আনন্দঘন পরিবেশে ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ আজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ডার ৩৬০ পদাতিক ব্রিগেড ও প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি, ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান, এনডিসি, পিএসসি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাফরীন হক। পবিত্র কোরআন হতে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ লে. কর্নেল আবু হায়দার মো. আসাদুজ্জামান, পিএইচডি তাঁর স্বাগত বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন। এরপর ২০২০ ও ২০২১ সালে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বিশেষ অতিথি এবং প্রধান অতিথি। অনুষ্ঠানে প্রধান অতিথি তার সমাপনী বক্তব্যে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিভিন্ন ইতিবাচক দিক শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন এবং সবাইকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি প্রতিষ্ঠানের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং নিবেদিতপ্রাণ শিক্ষকমন্ডলী সার্বিক কার্যক্রম তদারকি ও পরিচালনা করেন। এ ধরনের উদ্যোগের ফলে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে এবং তা সামগ্রিক শিক্ষা কার্যক্রমকে আরো প্রাণবন্ত করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। প্রতিষ্ঠান সূত্রে আরো জানানো হয় যে, নিয়মিত শ্রেণি পাঠদানের পাশাপাশি সহশিক্ষামূলক বিভিন্ন প্রতিযোগিতা ধারাবাহিকভাবে আয়োজন করা হচ্ছে। প্রতিষ্ঠানের চলমান সার্বিক কার্যক্রম ও ব্যবস্থাপনায় শিক্ষার্থী-অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলে কৃতজ্ঞতা ও উচ্ছ্বসিত অভিব্যক্তি প্রকাশ করেছেন।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual4 Ad Code