সর্বশেষ

» প্রবাসী কবি শেখ আদনানের বিরুদ্ধে গাড়ি পোড়ানোর মামলায় পুলিশের চার্জশিট

প্রকাশিত: ২৫. এপ্রিল. ২০২০ | শনিবার

Manual1 Ad Code

চেম্বার প্রতিবেদক::

Manual7 Ad Code

মামলার এজহারে নাম নেই তবুও হরতালের সময় গাড়ি পোড়ানোর একটি মামলায় চার্জশিটভুক্ত আসামী করা হয়েছে সুইডেন প্রবাসী কবি শেখ আদনানকে।
জানা যায়, ২০১৫ সালের ১৩ অক্টোবর বিএনপি নেতৃত্বাধীন ২৩ দলীয় জোটের ডাকা হরতাল চলাকালে পুরানা পল্টনে একটি সরকারি গাড়িতে আগুন দেওয়া হয়। একই দিনে মিরপুরে একটি অটোরিকশা পোড়ালে অগ্নিদগ্ধ হন তিনজন আরোহী। এ ঘটনার পর পল্টন থানার এএসআই আব্দুল মালেক বাদী হয়ে ৪৪ জন বিএনপি ও জামায়াত-শিবির নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ২১জনকে দায়ী করে মামলা দায়ের করেন। মামলার কাগজপত্রে কোথাও শেখ আদনানের নাম উল্লেখ ছিল না। কিন্তু গত ২২ এপ্রিল ২০২০ ইংরেজী তারিখে উক্ত মামলার চার্জশিট দাখিল করা হয়। চার্জশিটে ৪৪ জন রাজনৈতিক নেতাকর্মীর সঙ্গে কবি শেখ আদনানের নামও সম্পৃক্ত করা হয়েছে। সাম্প্রতিক সময়ে কবি শেখ আদনান সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্লগে সরকার বিরোধী লেখালেখি করছেন বলেই ষড়যন্ত্রমূলকভাবে তাঁকে ফাঁসানোর জন্য উক্ত চার্জশিটে তার নাম অন্তর্ভুক্ত করা হতে পারে বলে ধারণা করছেন কবি পরিবার ও তাঁর ভক্ত-অনুসারীরা।

Manual6 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual3 Ad Code