সর্বশেষ

» ২৮শে অক্টোবর সারা দেশে কোভিড টিকা কর্মসূচির দ্বিতীয় ডোজ

প্রকাশিত: ২৫. অক্টোবর. ২০২১ | সোমবার

চেম্বার ডেস্ক:: আগামী ২৮শে অক্টোবর বৃহস্পতিবার সারা দেশে বিশেষ কোভিড-১৯ ভ্যাকসিন ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজ। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮শে সেপ্টেম্বর সারা দেশে যে বিশেষ কোভিড-১৯ ভ্যাকসিন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছিল। সেই ক্যাম্পেইনের অংশ হিসেবেই দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম বৃহস্পতিবার সম্পন্ন হবে। ওইদিন সারা দেশে সকল সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলায় বিশেষ কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হবে। ক্যাম্পেইন চলাকালে শুধুমাত্র দ্বিতীয় ডোজের টিকা দেয়া হবে।

 

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে গেল ২৮শে সেপ্টেম্বর বিশেষ টিকাদান কর্মসূচি পালিত হয়। গণটিকা কর্মসূচিতে ৭৫ লাখ মানুষকে টিকা দেয়া লক্ষ্যমাত্রা নির্ধারণ করে স্বাস্থ্য অধিদপ্তর। লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় পরদিন ২৯শে সেপ্টেম্বর বিশেষ টিকদান কর্মসূচি পালিত হয়।

এর আগে, ৭ থেকে ১২ই আগস্ট বিশেষ টিকাদান কর্মসূচি হাতে নেয় স্বাস্থ্য অধিদপ্তর। সে সময় প্রায় ৩০ লাখ মানুষকে টিকা দেয়া হয়।

 

স্বাস্থ্য অধিদপ্তরের গতকালের দেয়া তথ্যানুযায়ী এ পর্যন্ত প্রথম ডোজ করোনার টিকা দেয়া হয়েছে ৪ কোটি ২ লাখ ৮৯ হাজার ৪৪৯ জনকে। আর দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ২ কোটি ৫ লাখ ৯৩ হাজার ৯১৪ জনকে।

করোনা সংক্রমণ রোধে চলতি বছরের ৭ই ফেব্রুয়ারি থেকে গণটিকা কার্যক্রম শুরু হয়। তবে, ভ্যাকসিন সংকটের কারণের টিকাদান কর্মসূচি কিছুটা স্থবির হয়ে পড়ে। পরবর্তীতে সংকট কেটে যাওয়ায় ফের ব্যাপক হারে করোনা টিকা প্রদান হয়।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031