» কুরআন শরীফ অবমাননাকারীদের গ্রেফতারের দাবীতে কানাইঘাটে জমিয়তে উলামার বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ১৪. অক্টোবর. ২০২১ | বৃহস্পতিবার

কানাইঘাট প্রতিনিধি:
গত বুধবার কুমিল্লা শহরের একটি পূজা মন্ডপে পবিত্র কুরআন শরীফ রেখে অবমাননার ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে কানাইঘাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় জমিয়তে উলামা কানাইঘাট শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। সংগঠনের শত শত নেতাকর্মী ও সাধারন মানুষের অংশ গ্রহনে মিছিলটি দারুল উলূম মাদ্রাসা থেকে শুরু হয়ে কানাইঘাট বাজার প্রদক্ষিন করে উত্তর বাজারে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়। জমিয়তে উলামা বাংলাদেশের প্রধান উপদেষ্টা দারুল উলূম মাদ্রাসার মুহতামিম আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিছ লক্ষিপুরীর সভাপতিত্বে ও সংগঠনের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ক্বারী মাওলানা হারুন রশিদ চতুলীর পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামার কেন্দ্রীয় আমির আল্লামা আলিম উদ্দিন দূর্লভপুরী বলেন, কুমিল্লায় পূজা মন্ডপে পবিত্র কুরআন শরীফ রেখে অবমাননার ঘটনায় বিশ^ মুসলমানদের কলিজায় আঘাত লেগেছে। দেশে যুগ যুগ ধরে হিন্দু, মুসলমান সহ অন্যান্য ধর্মের মানুষ তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন কখনো এ ধরনের নেক্কার জনক ঘটনা ঘটেনি। এটি আর্ন্তজাতিক ষড়যন্ত্রের অংশ হতে পারে যা দেশের জন্য বিরাট ষড়যন্ত্র। কোন অপশক্তি পবিত্র কুরআন শরীফ মূর্তির পায়ের নীচে রেখে ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করে দেশকে অরাজকতার দিকে ঠেলে দিতে চায়। এ ঘটনার সাথে কোন হিন্দু, মুসলমান জড়িত থাকতে পারে না। যারাই পবিত্র মহাগ্রন্থ আল কুরআনের অবমাননা করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে কঠোর দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে যাতে করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা কেই করতে না পারে। সেই সাথে প্রতিবাদ সভায় বক্তারা কুরআন অবমাননার মিছিল করতে গিয়ে যাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে তার নিন্দা জানিয়ে বলেন শান্তিপূর্ণ মিছিল করার অধিকার সবার রয়েছে। আর কোন মিছিলে গুলি করা হলে আলিম উলামা রাজপথে নেমে আসবে। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি আল্লামা শামছুদ্দিন দূর্লভপুরী, সহ-সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন চতুলী, প্রবাসী জমিয়ত নেতা মাওলানা ফখরুল ইসলাম সহ জমিয়তে উলামা, জমিয়তে তালাবা, জমিয়তে আনসারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এদিকে জমিয়তে উলামার মিছিলকে কেন্দ্র করে দুপুর থেকে কানাইঘাট পৌর শহর সহ আশপাশ এলাকায় বিজিবি, থানা পুলিশ ও আনসার ভিডিপির সদস্যদের টহল দিতে দেখা গেছে। এ নিয়ে যাতে করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম, থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম পিপিএম আলিম উলামাদের সাথে কথা বলেন। মিছিলকারীরা শান্তিপূর্ণ ভাবে তাদের কর্মসূচী পালন করবে বলে থানা পুলিশকে আশ্বস্থ করেন।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031