সর্বশেষ

» কানাইঘাটে বিদ্যুৎ পৃষ্ট হয়ে দাদা-নাতির মৃত্যুর ঘটনার নিষ্পত্তি, নিহতদের পরিবারকে ১ লক্ষ টাকা প্রদান

প্রকাশিত: ০৬. অক্টোবর. ২০২১ | বুধবার

কানাইঘাট প্রতিনিধি:: সিলেটের কানাইঘাটে পল্লী বিদ্যুতের ছেড়া লাইনে বিদ্যুৎ পৃষ্ট হয়ে সোমবার দাদা-নাতির মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি উপজেলা প্রসাশন, থানা পুলিশ ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের হস্তক্ষেপে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গকে নিয়ে শান্তিপূর্ণ ভাবে নিষ্পত্তি করা হয়েছে। বিদ্যুৎ পৃষ্ট হয়ে গত সোমবার কানাইঘাট সদর ইউনিয়নের নিজ চাউরা উত্তর গ্রামের মাওলানা ফখর উদ্দিন (৬০) ও তার নাতি ৩য় শ্রেণীর শিক্ষার্থী আরিফুল ইসলামের মৃত্যু হলে এলাকার লোকজন ভিক্ষোদ্ধ হয়ে উঠেন। এ নিয়ে বিক্ষোব্ধ লোকজন ঘটনার দিন কানাইঘাট পল্লী বিদ্যুৎ জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি আজ বুধবার বিকেল ৩ টায় কানাইঘাট উত্তর বাজারে সচেতন নাগরিক কমিঠির ব্যানারে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলার কারণে ২ জনের মৃত্যু সহ অফিসের নানা অনিয়ম দুর্নীতি তুলে ধরে বিক্ষোভ মিছিল সহ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এনিয়ে যাতে করে কোন ধরণের অনাকাঙ্খিত না ঘটে বিষয়টি সামাজিক ভাবে নিষ্পত্তির জন্য উপজেলা  প্রশাসন, থানা পুলিশ ও সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির-২ এর কর্মকর্তারা উদ্যোগ গ্রহন করলে এ নিয়ে আজ বুধবার সন্ধ্যা ৬ টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ নিহতদের পরিবারের সদস্যদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জী, কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম, থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম, থানার ওসি তদন্ত জাহিদুল হক, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির-২ এর টেকনিক্যাল ডিজিএম শাহিন রেজা ফরাজি এর উপস্থিতিতে বৈঠকে বিদ্যুৎ পৃষ্ট হয়ে স্কুল শিক্ষার্থী আরিফুল ইসলাম ও তার দাদা মাও: ফখর উদ্দিনের অনাকাঙ্খিত দুঃখ জনক মৃত্যু সবাইকে ব্যাতিত করেছে এমন মৃত্যু কারো জন্য কাম্য নয় উল্লেখ করে প্রশাসন ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি গভির সমবেদনা ও দু:খ প্রকাশ করা হয়। নিহতদের পরিবারকে উপজেলা পরিষদ ও সরকারের পক্ষ থেকে মানবিক সহযোগিতার আশ^াস প্রদান করেন নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জী। পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পক্ষ থেকে নিহতদের পরিবারকে তাৎক্ষনিক ৫০ হাজার টাকা করে নগদ ১ লক্ষ টাকা প্রদান করা হয় এবং সমিতির বোর্ড মিডিংয়ে এ নিয়ে আলোচনা করা হবে যতটুকু সম্ভব নিহতদের পরিবারের পাশে দাড়ানোর আশ^াস দেন পল্লী বিদ্যুতের কর্মকর্তা শাহিন রেজা ফরাজি। সভায় পল্লী বিদ্যুৎ কানাইঘাট জোনাল অফিসের ডিজিএম সহ বিএস নাজমা বেগমকে অফিস থেকে অপসারন সহ অফিসের অনিয়ম দুর্নীতি বন্ধ, লোড সোডিং বন্ধ এবং গ্রাহকদের সেবার মান বৃদ্ধি সহ বিভিন্ন দাবি-দাওয়া এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ বৈঠকে তুলে ধরনে। এ ব্যাপারে দ্রæত ব্যবস্থা গ্রহন করা হবে বলে শাহিন রেজা ফরাজি সবাইকে আশ^স্ত করেন। বৈঠকে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামিম, আওয়ামীলীগ নেতা হুসেন আহমদ, সমাজ সেবী রফিক আহমদ, শামছুদ্দিন বাবুল মুহরি, আব্দুল মুছব্বির,কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন,আওয়ামীলীগ নেতা ইকবাল আহমদ, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুনেদ হাসান জীবান, স্থানীয় ইউপি সদস্য মামুন রশিদ, সাবেক ইউপি সদস্য নুর হোসেন, যুবলীগ নেতা আলমগীর হোসেন সহ নিহতদের স্বজনরা।
image_print
           

সর্বশেষ

আর্কাইভ

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031