সর্বশেষ

» জকিগঞ্জে দেশের ২৮ তম গ্যাসক্ষেত্র ঘোষনায় ড.আহমদ আল কবিরের অভিনন্দন ও প্রত্যাশা

প্রকাশিত: ০৯. আগস্ট. ২০২১ | সোমবার

চেম্বার ডেস্ক:: 

সিলেটের সীমান্তবর্তী এলাকা জকিগঞ্জে দেশের ২৮ তম গ্যাসক্ষেত্র ঘোষনা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিদ্যুৎ
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন রুপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান,দেশের প্রথম সিলেট কারিগরি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্টাতা,বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্হা সীমান্তিক এর প্রধান পৃষ্টপোষক ড,আহমদ আল কবির।
এক বিবৃতিতে তিনি জকিগঞ্জে গ্যাসক্ষেত্র আবিষ্কার হওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে বলেন,দেশের সীমান্তবর্তী এলাকা জকিগঞ্জ এখনো সার্বিকভাবে অনেক পিছিয়ে রয়েছে।সীমান্তবর্তী ওই এলাকায় যুগে যুগে অনেক সুফি, সাধক,ওলি আউলিয়া এবং গুণীজনের জন্মের কারনে ওই এলাকার মাটি ধন্য ও পুণ্যবান হয়েছে,যার ফলে ওখানকার ভূগর্ভে প্রাকৃতিক সম্পদ আবিষ্কার হয়ে আজ দেশের ২৮ তম গ্যাসক্ষেত্র ঘোষনা করা হয়েছে। যা দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রা তথা জাতীয় অর্থনীতিতে অনন্য অবদান রাখবে এবং জকিগঞ্জ এলাকা এখন থেকে নতুন মাত্রায় জাতীয় উন্নয়নে মুল স্রোতধারার সঙ্গে যুক্ত হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন। জকিগঞ্জের সন্তান ড,আহমদ আল কবির বলেন,দেশ এবং সমাজের উন্নয়ন ও কল্যাণের ভাবনা নিয়ে সকল সময়েই নিজেকে নিবেদন রাখার চেষ্টা করে আসছি। তিনি বলেন নতুন ওই গ্যাসক্ষেত্র আবিস্কারের ফলে জকিগঞ্জের মানুষের মধ্যে এখন অনেকটা আশার আলো সঞ্চারিত হয়েছে।এ প্রকল্প বাস্তবায়নে সবধরনের সহযোগিতার জন্য জকিগঞ্জবাসী প্রস্তুত রয়েছে। তিনি বলেন, জকিগঞ্জ- কানাইঘাট এলাকায় গ্যাস লাইন স্হাপনের দাবিও দীর্ঘদিনের, একইসঙ্গে এলাকাবাসীর দাবি হচ্ছে ওই গ্যাসক্ষেত্রে যোগ্যতনুসারে চাকুরী ক্ষেত্রে স্হানীয়দের অগ্রাধিকার প্রদান ও উপজেলার সার্বিক সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধন করা। তাই অতিথে ও দেশের বিভিন্ন এলাকায় গ্যাসক্ষেত্র আবিস্কারের পর যেমনি স্হানীয় এলাকাবাসীর বিভিন্ন বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে তেমনি জকিগঞ্জের নতুন এ গ্যাসক্ষেত্র এলাকার মানুষের দাবি ও প্রত্যাশা পুরনে আন্তরিক থাকতে সরকার সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। উল্ল্যেখ্য যে আজ সোমবার (৯ আগস্ট) জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে ‘এনার্জি সিকিউরিটি: মডার্ন কনটেক্সট, চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক ভার্চুয়াল সেমিনারে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সিলেটের জকিগঞ্জ উপজেলায় দেশের ২৮তম গ্যাসক্ষেত্র হিসেবে ঘোষনা দেন। সিলেটের জকিগঞ্জ উপজেলার পশ্চিম আনন্দপুর গ্রামে সন্ধান পাওয়া এটি দেশের ২৮তম গ্যাসক্ষেত্র। বাপেক্স বলছে, এথেকে উত্তোলনযোগ্য ৫০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ আছে। সেখান থেকে গ্রিডে দৈনিক ১০ মিলিয়ন যুক্ত হবে। আর ১০ থেকে ১২ বছর গ্যাস উত্তোলন সম্ভব হবে। এর আগে সিলেটের জকিগঞ্জে অনুসন্ধান কূপে দারুণভাবে সফলতার আলামত দেখে ‘বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। গত ১৫ জুন সকালে ডিএসটি (ড্রিল স্টিম টেস্ট) সৌভাগ্য শিখা জ্বালাতে সক্ষম হয় রাষ্ট্রীয় এ কম্পানিটি। কূপটির অভ্যন্তরে চাপ রয়েছে ৬ হাজার পিএসআই (প্রতি বর্গইঞ্চি) আর ফ্লোটিং চাপ রয়েছে ১৩ হাজারের অধিক। প্রথমত একটি স্তরের টেস্ট চলমান। কূপটিতে মোট ৪টি স্তরে গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখছে বাপেক্স। নতুন এই ফিল্ডটি থেকে ৩২ কিলোমিটার দূরে বিয়ানীবাজার ও ৪৬ কিলোমিটার দূরে অবস্থিত গোলাপগঞ্জ।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Please continue to proceed