সর্বশেষ

» ২৪ ঘন্টায় টিকা পেয়েছেন ২৭ লাখের বেশি মানুষ

প্রকাশিত: ০৮. আগস্ট. ২০২১ | রবিবার

চেম্বার ডেস্ক::

করোনা সংক্রমণ রোধে দেশে ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের প্রথম দিনে ২৭ লাখের বেশি মানুষ টিকা পেয়েছেন। এর মধ্যে প্রায় ২৫ লাখ মানুষকেই দেওয়া হয়েছে চীনের সিনোফার্মের টিকা। এছাড়া দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৫৩ হাজার ৭৯৮ জন। সবমিলিয়ে দেশে এক দিনে টিকা নিয়েছেন ২৮ লাখ ৩৬ হাজার ৯৭০ জন।

 

শনিবার (৭ আগস্ট) রাতে স্বাস্থ্য অধিদফতরের টিকা বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২৪ ঘন্টায় (৭ আগস্ট) সারাদেশে মোট ২৭ লাখ ৮৩ হাজার ১৭২ জনকে করোনার সংক্রমণ প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৫ লাখ ১৪ হাজার ৯৩৮ এবং নারী ১২ লাখ ৬৮ হাজার ২৩৬ জন।

 

টিকাগ্রহীতাদের মধ্যে সিনোফার্মের টিকা পেয়েছেন ১৩ লাখ ৫৩ হাজার ৯১৭ পুরুষ ও ১১ লাখ ৪৫ হাজার ৫৩৪ জন নারী। আর মডার্নার টিকা পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ১৯ জন পুরুষ ও এক লাখ ২২ হাজার ৭০২ জন নারী।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে এ পর্যন্ত এক কোটি ৩০ লাখ ৭২ হাজার ৯৬৯ জন প্রথম ডোজের টিকা নিয়েছেন। তাদের মধ্যে সিনোফার্মের টিকা নিয়েছেন ৫৮ লাখ ১৭ হাজার ৩৩ জন। আর মডার্নার টিকা নিয়েছেন ১৩ লাখ ৮৫ হাজার ৬১৮ জন।

 

শনিবার সারাদেশে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের টিকা বিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিবেদনে নারী-পুরুষ পৃথক না করায় গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, সিলেট জেলার প্রথম দিনের গণটিকা প্রদানের সংখ্যা ভ্যাকসিনেশনের মূল প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত করা হয়নি।

 

প্রতিবেশী দেশ ভারতে এক দিনে ৮৬ লাখ টিকা প্রয়োগের রেকর্ড রয়েছে। গত ২২ জুন দেশটিতে এক দিনে ৮৬ লাখ টিকাকরণ হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়, ভারতে এক দিনে ৮৬ লাখ ১৬ হাজার ৩৭৩ জনকে টিকা দেওয়া হয়েছে। এর আগে ২ এপ্রিল এক দিনে সবচেয়ে বেশি টিকা দেওয়া হয়েছিল ৪২ লাখ ৬৫ হাজার ১৫৭ জনকে।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

August 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031