সর্বশেষ

» কোম্পানীগঞ্জে ইন্তাজ আলীর হত্যাকারীর বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৪. মার্চ. ২০২১ | বৃহস্পতিবার

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসায়ী ইন্তাজ আলীর হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। একই দাবিতে উপজেলা নির্বাহী অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে বৃহস্পতিবার সকালে ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে এবং বঙ্গবন্ধু জাতীয় মহাসড়কে এ মানববন্ধনের আয়োজন করে।
ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ঘটনার পর পরই হত্যাকারী আরজকে গ্রেফতার করায় ওসি কেএম নজরুলসহ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। মানববন্ধনে এলাকার মুরুব্বিয়ান, যুব সমাজ, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ অংশ নেন। পরে আয়োজকদের পক্ষ থেকে ইউএনও এবং ওসি বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপি গ্রহণ করে ওসি কেএম নজরুল বলেন, এরই মধ্যে এ ঘটনায় জড়িত মূল হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারে পুলিশ চেষ্টা করছে।
মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সামছুল হক (কমান্ডার), মুরব্বি চাঁন মিয়া, ব্যবসায়ী আব্বাস আলী, আব্দুস সামাদ, মোঃ রজব আলী, সাংবাদিক আব্দুল আলীম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, ব্যবসায়ী আনোয়ার হোসেন রবি, ইন্তাজ আলীর বড় ভাই আব্দুল কুদ্দুছ, ছোট ভাই আব্দুর রশিদ, বড় ছেলে আব্দুস শহীদ, শাহিদ আলী, মানিক মিয়া, ব্যবসায়ী কাওছার মিয়া, দুলাল মিয়া দুলা মেম্বার, আতাউর রহমান, মুরুব্বি ইন্নুছ আলী, আজির উদ্দিন, হাজী সুরুজ আলী, রুবেল ও শাহিন তানভীর প্রমুখ। প্রসঙ্গত, গত শনিবার সকালে ভোলাগঞ্জ গুচ্ছগ্রামে স্বামী-স্ত্রীর কলহ নিয়ে ডাকা সালিস বৈঠক শেষে ফেরার পথে ইন্তাজ আলীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় অভিযুক্ত আরজ আলী (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

August 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031