সিলেটে ডিবি পুলিশের অভিযানে ২৫০০ পিছ ইয়াবাসহ আটক ২ জন

প্রকাশিত: ১৪. ডিসেম্বর. ২০২০ | সোমবার


Manual7 Ad Code

চেম্বার ডেস্ক:: সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা দক্ষিণ জোনের অফিসার ইনচার্জ আশীষ কুমার মৈত্রের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে  ১৪ ডিসেম্বর বিকাল ০৪.৩০ ঘটিকায় গোলাপগঞ্জ থানাধীন গোলাপগঞ্জ পৌরসভাস্থ ৭ নং ওয়ার্ডের অন্তর্গত রণ কালই উত্তর সাকিনে আসামী আয়লফ আহমেদ ( ৪৫) ও তার বড় ভাই লসর আহমেদ (৪৯) উভয় পিতা-মৃত আতাউর রহমান এর বসত ঘরে অভিযান পরিচালনা করে তাদের আটক পূর্বক দেহ তল্লাশী করে তাদের হেফাজতে থাকা ২,৫০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানা যায়। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। সিলেটের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধ মাদক ইয়াবা সংগ্রহ করে গোলাপগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থানে বিক্রয় করে মর্মে গোপন সূত্রে জানা যায়। এ সংক্রান্তে জেলা গোয়েন্দা শাখা দক্ষিণ জোনের এসআই/শহিদুল ইসলাম এর দাখিলকৃত এজাহারের ভিত্তিতে গোলাপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।

Manual8 Ad Code

সিলেট জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ লুৎফর রহমান অভিযানের বিষয়ে জানান যে, মাদক উদ্ধারের ব্যাপারে সিলেট জেলা পুলিশ শূন্য সহিষ্ণুতা নীতি অবলম্বন করে আসছে। জেলা পুলিশ কর্তৃক মাদক উদ্ধার অভিযান একটি চলমান প্রক্রিয়া। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। মাদক উদ্ধারের ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার বিশেষ নজরদারি অব্যাহত আছে।

Manual5 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual6 Ad Code