সর্বশেষ

জামায়াত সবার জন্য মানবিক বাংলাদেশ গঠনে কাজ করছে : মাওলানা হাবিবুর রহমান

প্রকাশিত: ১৩. অক্টোবর. ২০২৫ | সোমবার

চেম্বার ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন- বিভিন্ন ধর্ম ও গোত্রে বসবাস করলেও আমাদের পরিচয় আমরা সবাই বাংলাদেশী। আর সংবিধানে সকল নাগরিকের অধিকার সমান। ধর্ম ও গোত্রের নামে বিভক্তি জাতির উন্নয়নে বাধার সৃষ্টি করে। জামায়াত সবার জন্য মানবিক বাংলাদেশ গঠনে কাজ করছে।
তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও দেশের মানুষের ভাগ্যের কাংখিত উন্নয়ন হয়নি। এর মূল কারণ ছিল সন্ত্রাস, ঘুষ ও দুর্নীতি। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আমাদের তরুণ প্রজন্ম সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজী মুক্ত বাংলাদেশ গঠনের জন্য জীবন ও রক্ত দিয়েছে। তাদের সেই জীবন ও রক্তকে বৃথা যেতে দেয়া হবেনা। আমরা সবাইকে নিয়ে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে চাই।
তিনি রোববার (১২ অক্টোবর) রাতে সিলেট মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানার ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
কাজলশাহ এলাকার বিশিষ্ট মুরব্বী মানিক মিয়ার সভাপতিত্বে ও ৩নং ওয়ার্ড সভাপতি আব্দুল হাকিম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- কোতোয়ালী পশ্চিম থানা আমৗর মু. আজিজুল ইসলাম, কাজলশাহ পুজা কমিটির সভাপতি ও মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, ললিতকলা একাডেমীর অধ্যক্ষ বিপ্রদাস ভট্টাচার্য্য (বাপ্পু), স্থানীয় সমাজসেবী মু. সারোয়ার হোসেন, বিশিষ্ট জন ডাঃ আব্দুল লতিফ, কাজলশাহ এলাকার বাসিন্দা জুলাই যোদ্ধা সালমান বিন শোয়েব ও সিলেট মহানগর ছাত্রশিবিরের অর্থ সম্পাদক এটিএম ফাহিম।
হাফিজ সাব্বির আহমদ ফাহিমের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত সুধী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জামায়াত নেতা আব্দুর রহমান, শাকের আহমদ, হারুনুর রশীদ, আছাদুজ্জামান, আতিকুর রহমান শরীফ, মিছবাহুল কবির, আল-আমিন, শেখ বাবুল, মো. সোয়াইব, কয়ছর আহমদ, ডা. লতিফ, বাহার উদ্দিন ও আব্দুল আউয়াল প্রমূখ।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031