সর্বশেষ

» সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

প্রকাশিত: ১৫. সেপ্টেম্বর. ২০২৫ | সোমবার

চেম্বার ডেস্কঃ প্রান্তিক জনগোষ্ঠী ও হিজড়াসহ সমাজের প্রতিটি শ্রেণির মানুষের জন্য স্বাস্থ্য ও মৌলিক সেবা নিশ্চিত করতে হলে দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোকে আরও সমন্বিতভাবে কাজ করতে হবে। স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সিলেটের একটি অভিজাত হোটেল হোটেল সুপ্রিমে আয়োজিত এক সংলাপে এ কথা বলেন প্রধান অতিথি সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন।

বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (Bandhu Social Welfare Society) এর আয়োজনে এবং নাগরিকতা : সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF) এর সহায়তায় অনুষ্ঠিত এ সংলাপের শিরোনাম ছিল—
স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ: সেবাপ্রাপ্তির সুযোগ বৃদ্ধিতে স্থানীয় উদ্যোগ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর, সিলেটের উপপরিচালক মো. আব্দুর রউফ শাহ,
মহিলা অধিদপ্তর, সিলেটের উপপরিচালক শাহিনা আক্তার, সমাজসেবা অধিদপ্তর, সিলেটের উপপরিচালক মো. আব্দুর রফিক,সিলেটের সিনিয়র সহকারী বিচারক ও জেলা লিগ্যাল এইড কর্মকর্তা বিশ্বেশ্বর সিংহ,সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত,সিলেট ইসলামিক ফাউণ্ডেশন এর সহকারী পরিচালক,বিশেষ অতিথি, ড. মোঃ মাহমুদুল হাসান, সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ।
এবং বিভিন্ন GO,NGO প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

সংলাপে স্বাগত বক্তব্য রাখেন বন্ধু’র ম্যানেজার (পলিসি অ্যাডভোকেসি অ্যান্ড এইচআর) মোশিউর রহমান নাগরিকতা সিইএফ-ফান্ডেড প্রকল্পের অগ্রগতি এবং গ্যাপ অ্যানালাইসিস উপস্থাপন করেন বন্ধু’র প্রকল্প কর্মকর্তা ওয়াচাকুরুনি খান আকাশ।

আলোচনায় বক্তারা বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হলে নীতি-নির্ধারণী পর্যায় থেকে শুরু করে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সমন্বিত পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে প্রান্তিক ও বঞ্চিত জনগোষ্ঠীর সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ের সংলাপ ও অংশগ্রহণমূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানের সমাপনীতে ধন্যবাদ জ্ঞাপন করেন হিজড়া যুব কল্যাণ সংস্থা সিলেট’র সভাপতি সুক্তা।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Please continue to proceed