ভিপি নূরের উপর বর্বর হামলা || সিলেট জেলা ও মহানগর জামায়াতের নিন্দা

প্রকাশিত: ৩০. আগস্ট. ২০২৫ | শনিবার

Manual3 Ad Code
চেম্বার ডেস্ক: গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুর ভিপি নূরের উপর বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ। হামলার উচ্চতর তদন্তপূবর্ক জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান তারা।
শনিবার (৩০ আগস্ট) এক যৌথ বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, জেলা নায়েবে আমী অধ্যাপক আব্দুল হান্নান ও হাফিজ আনওয়ার হোসাইন খান, মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী ও জেলা সেক্রেটারী মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ভিপি নূর হলেন জুলাই আন্দোলনের অন্যতম অংশীদার ও জাতীয় পর্যায়ের নেতা। ফ্যাসিস্টের সহযোগি জাতীয় পার্টির উস্কানীতে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী কর্তৃক ভিপি নূরের উপর বর্বর হামলার ঘটনায় আমরা বাকরুদ্ধ। ভিপি নূর দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। পতিত ফ্যাসিস্ট সরকার কর্তৃক একাধিকবার নগ্ন হামলা-মামলা, জুলুম-নিপীড়নের শিকার হয়েছেন। ফ্যাসিস্ট আওয়ামী মুক্ত দেশে ছাত্র-জনতার সরকারের আমলে ভিপি নূরের উপর হামলা রাজনীতিবিদদের জন্য এক অশনি সংকেত। এটা চলতে দেয়া যায়না। উচ্চতর তদন্তপূর্বক ভিপি নূরের উপর হামলায় জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। শুধু ভিপি নূরই নয়, কোন জুলাই যোদ্ধার উপর হামলা দেশের জনগণ মেনে নিবেনা।
           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual4 Ad Code