সর্বশেষ

» কানাইঘাট-জকিগঞ্জে ১৪ আগস্ট থেকে মাসব্যাপী ফ্রি চক্ষু সেবা ক্যাম্পেইন শুরু, ব্যাপক প্রচারণা

প্রকাশিত: ১২. আগস্ট. ২০২৫ | মঙ্গলবার


Manual6 Ad Code

কানাইঘাট প্রতিনিধিঃ ‘আলোকিত দৃষ্টি, মানবিক বন্ধন’ চোখের আলো ফিরিয়ে দিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ও ফাহিম আল চৌধুরী ট্রাস্টের সহযোগিতায় কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় সর্ববৃহৎ পরিষরে ফ্রি চক্ষু সেবা ক্যাম্পেইন আগামী ১৪ আগস্ট থেকে মাসব্যাপী শুরু হবে।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মাস ব্যাপী ফ্রি চক্ষু সেবা ক্যাম্পেইনে সম্পূর্ণ বিনামূল্যে ঢাকা ও সিলেটের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে চোখের পরীক্ষা, প্রয়োজনীয় ঔষধ ও চশমা বিতরণ, ছানি পড়া ও ডিসিআর রোগের অপারেশন করা হবে বলে ফাহিম আল চৌধুরী ট্রাস্টের সহ সভাপতি সমাজসেবী এটিএম সেলিম চৌধুরী ও ট্রাস্টের সচিব মাস্টার শাব্বির আহমদ এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন। ছানি পড়া ও ডিসিআর রোগীদের সিলেটের আই চক্ষু হাসপাতালে ২ মাস ব্যাপী তত্ত¡াবধানে রেখে চিকিৎসা সেবা সম্পন্ন করা হবে বলে জানান।
গত সোমবার বিকেল ৪টায় জকিগঞ্জের মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিং এ জানানো হয়, কানাইঘাট ও জকিগঞ্জের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী দানশীল ব্যক্তিত্ব ফাহিম আল চৌধুরী ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফাহিম আল চৌধুরী জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মাস ব্যাপী ফ্রি চক্ষু সেবা কার্যক্রম বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা প্রদান করে যাবেন। আগামী ১৪ আগস্ট থেকে জকিগঞ্জ উপজেলার মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ফ্রি চক্ষু সেবার কার্যক্রমের উদ্বোধন হবে এবং ঐদিন সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত চক্ষু রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হবে। ১৬ আগস্ট জকিগঞ্জের বাবুরবাজারের জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়, ২০ আগস্ট কানাইঘাটের বীরদল অগ্রগামী উচ্চ বিদ্যালয়, ২৩ আগস্ট জকিগঞ্জ ইউনিয়ন অফিস সংলগ্ন হাফিজ মজুমদার বিদ্যানিকেতন, ৩০ আগস্ট কানাইঘাটের বড়দেশ শাহজালাল ছাত্তারিয়া দাখিল মাদ্রাসা, ৬ সেপ্টেম্বর কানাইঘাটের মুলাগুল উচ্চ বিদ্যালয়ে, ৮ সেপ্টেম্বর কানাইঘাটের জামিয়া আসআদিয়া দারুল মাআরিফ চতুল হারাতৈল মহিলা টাইটেল মাদ্রাসা ও ১৩ সেপ্টেম্বর জকিগঞ্জের ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ে ফ্রি চক্ষু সেবা অনুষ্ঠিত হবে বলে ট্রাস্টের সচিব মাস্টার শাব্বির আহমন জানান। মাসব্যাপী ফ্রি চক্ষু সেবা ক্যাম্পেইনে চক্ষু রোগে আক্রান্তরা যাতে করে বিনামূল্যে উন্নত চিকিৎসা সেবা পান এজন্য জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় প্রতিদিন মাইকিং করে প্রচারনা চালানো হচ্ছে।
প্রসজ্ঞত যে, যুক্তরাজ্য প্রবাসী ফাহিম আল চৌধুরী ট্রাস্টের চেয়ারম্যান ফাহিম আল চৌধুরী দীর্ঘদিন ধরে কানাইঘাট ও জকিগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন সহ নানাবিধ মানবিক সেবা কার্যক্রম পরিচালনা করে আসছেন। গত ২ বছর থেকে কানাইঘাট ও জকিগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধাবৃত্তি পরীক্ষা প্রবর্তন করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি।

           

সর্বশেষ

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Manual1 Ad Code
Manual7 Ad Code