সর্বশেষ

জুলাই যোদ্ধা স্বেচ্ছাসেবক দল নেতা সেলিমকে লাঞ্চিত করায় তাৎক্ষনিক প্রতিবাদ মিছিল

প্রকাশিত: ০৫. আগস্ট. ২০২৫ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক: জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চোঁখ হারানো সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সেলিম আহমদকে লাঞ্চিত করে জেলা প্রশাসক আয়োজিত অনুষ্ঠান থেকে আজ বটবাহিনীর সদস্য কর্তৃক বের করে দেওয়ায় সিলেট নগরীতে তাৎক্ষনিক প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সভা করে স্বেচ্ছাসেবক, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা।

মিছিলটি সিলেট তামাবিল সড়কের বিরতী পেট্রোল পাম্পের সামন থেকে শুরু হয়ে নাইওরপুল পয়েন্টে এসে বিক্ষোভ সমাবেশ করে।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামালের সভাপতিত্বে ও সদস্য সচিব শাকিল মুর্শেদের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, সদস্য সচিব আফছর খান, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাহুল কবির মিফতা, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তুহেল, সাবেক ছাত্রদল নেতা সৌদি আরব প্রাদেশিক বিএনপির আহবায়ক জাকারিয়া আরেফিন ফয়সল, সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মুমিন, রুনু আহমদ, সৈয়দ সরওয়ার রেজা, সিলেট জেলা ও মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, কয়েস আহমদ, রজব আহমদ, সহ-সাধারণ সম্পাদক খান মো. তাইফুর, রিপন চৌধুরী, সিলেট মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কায়সান মাহমুদ সুমন, টিটন মল্লিক, জাহাঙ্গীর মিয়া, সিলেট মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমদ, যুগ্ম সম্পাদক মো. আব্দুল্লাহ সহ স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশাসন আয়োজিত একটি অনুষ্ঠানে চোখ হারানো জুলাই যোদ্ধা সেলিমকে লাঞ্চনাকারী বটবাহিনীর সদস্য, খুনি শেখ হাসিনার হাত থেকে অনুদানের টাকা গ্রহণকারী দুষ্কৃতিকারী জাবুর ও তার সহযোগিদের ৭২ ঘন্টার মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে নিজেদের অনুষ্ঠানে একজন জুলাই যোদ্ধাকে নিরাপত্তা প্রদানে ব্যর্থতার জন্য প্রশাসনকে দু:খ প্রকাশের আহবান জানানো হয়। অন্যথায় এই অন্যায় ও জুলুমের বিরুদ্ধে কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930