সর্বশেষ

» কানাইঘাটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৯. জুলাই. ২০২৫ | মঙ্গলবার

কানাইঘাট প্রতিনিধিঃ এমএনসি এন্ড এএইচ অপারেশনাল প্ল্যানের আওতায় ইপিআই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বিশ^ স্বাস্থ্য সংস্থার অর্থায়নে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ সাফল্য মন্ডিত করতে এক অবহিতকরন সভা গতকাল মঙ্গলবার সকাল ১১টায় কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্বে করেন, কানাইঘাট উপজেলা কো-অর্ডিনেশন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও কো-অর্ডিনেশন কমিটির সদস্য এবং মসজিদ ও মাদ্রাসার শিক্ষকদের অংশগ্রহণে অবহিতকরণ সভার শুরুতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরেন, ইপিআই কনসালটেন্ট ডাঃ নবজ্যোতি দেব।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ সুবল চন্দ্র বর্মণের সঞ্চালনায় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, প্রতিবছর টাইফয়েড জ¦রের কারনে অনেক শিশুর মৃত্যু হয়। সরকার টাইফয়েড জনিত কারনে মৃত্যুর হার কমিয়ে আনার জন্য বিশ^ স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ সহ অন্যান্য দাতাগোষ্টীর সহায়তায় ৯ মাসের শিশু থেকে ১৫ বছরে কিশোর-কিশোরীদের বিনামূল্যে টাইফয়েড টিকা দানের কার্যক্রম হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় কানাইঘাট উপজেলায় আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত উপজেলার সকল শিক্ষা-প্রতিষ্ঠানে ১৫ বছরের সকল শিক্ষার্থীদের টিকাদান করা হবে, পাশাপাশি সকল স্বাস্থ্য ক্যাম্পেইন সেন্টারেও ৯ মাসের শিশু থেকে ১৫ বছর পর্যন্ত সকলকে টিকা দেয়া হবে। শতভাগ টিকাদান কার্যক্রম বাস্তবায়নে সকল মহলকে সহযোগিতা করার জন্য তিনি আহŸান জানান।
সভায় কানাইঘাটে টাইফয়েড টিকাদান কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন পরামর্শ তুলে ধরে বক্তব্য দেন, এমডিসি ডাঃ মানব কান্তি ধর, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু আজদাদ মনসুর, সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শাখাওয়াত হোসেন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার গোলাম কিবরিয়া, কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার শিক্ষক ক্বারী মাও. হারুন রশিদ প্রমুখ।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031