সর্বশেষ

» ইসলামী আন্দোলনকে বিজয়ী করতে সাবেক ছাত্র নেতৃবৃন্দকে সক্রিয় হতে হবে || অধ্যাপক ফজলুর রহমান

প্রকাশিত: ২৬. জুন. ২০২৫ | বৃহস্পতিবার


Manual8 Ad Code
চেম্বার ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক ফজলুর রহমান বলেছেন, ইসলামী আন্দোলন থেকে অবসরের সুযোগ নেই। কারণ মুমিন জীবনের মূল লক্ষ্য হলো ইহকালীন সাফল্য ও পরকালীন মুক্তি। আমাদের ভাইয়েরা ছাত্র জীবনে ইসলামী আন্দোলনে শামিল হওয়ার মাধ্যমে যৌবনের গতিপথ বদলে দিয়েছেন। কঠিন পরিস্থিতিতে মুক্তির আন্দোলনে নিজেকে উৎসর্গ করেছেন। ছাত্র জীবন শেষ হওয়ার পরও এর ধারা অব্যাহত রাখতে হবে। কারণ আমরা ইসলামী আন্দোলনে শামিল হয়েছি আল্লাহর সন্তুষ্টির জন্য। জীবনের প্রতিটি ধাপে বিষয়টি সবাইকে মাথায় রাখতে হবে। ইসলামী আন্দোলনকে বিজয়ী করতে সাবেক সাথী-সদস্য ভাইদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে।
তিনি বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে ইসলামী ছাত্রশিবিরের সাবেক সাথী ও সদস্যদের নিয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সমাবেশে ছাত্রশিবিরের বিপুল সংখ্যক সাবেক সাথী ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী মুহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান।
বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও মাওলানা ইসলাম উদ্দিন, বায়তুল মাল সম্পাদক মুফতী আলী হায়দার প্রমূখ।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান বলেছেন, আমরা ইসলামী আন্দোলনকে জীবনের লক্ষ্য হিসেবে মেনে নিয়েছি। তাই আমরা আমৃত্যু ইসলামী আন্দোলনের দায়িত্বশীল। জীবনের শত ব্যস্ততার সাথে সমন্বয় করে দ্বীনি দায়িত্ব পালন করে যেতে হবে। ইনশাআল্লাহ এদেশে ইসলামী আন্দোলন বিজয়ী হবে।
           

সর্বশেষ

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Manual1 Ad Code
Manual3 Ad Code