সর্বশেষ

সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনে সর্বোচ্চ ত্যাগ করতে হবে : গাছবাড়ীতে আনোয়ার হোসেন খান

প্রকাশিত: ১৮. জুন. ২০২৫ | বুধবার

কানাইঘাট প্রতিনিধি: সিলেটে ৫, কানাইঘাট -জকিগঞ্জ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান বলেছেন, জুলাই বিপ্লবে ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি তা ধরে রাখতে হবে। জামায়াতের একমাত্র লক্ষ্য হলো ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনে সর্বোচ্চ ত্যাগ করতে হবে। তিনি বলেন, জামায়াত বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়।

কুরআন সুন্নাহের আলোকে জীবন ও রাষ্ট্র পরিচালনার শপথ নিয়ে রাষ্ট্রের সকল স্তরে জবাবদিহীতা নিশ্চিত করতে চায়। ঘুষ, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে চায়। ইতোমধ্যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করে আমাদের জাতীয় নেতৃবৃন্দ সততার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমাদের শীর্ষ নেতৃবৃন্দের মন্ত্রী ও এমপির দায়িত্ব পালনকালে কেউ এক টাকার দুর্নীতি প্রমাণ করতে পারেনি। আর এটাই জামায়াতের রাষ্ট্র পরিচালনার পন্থা। তিনি আজ বুধবার (১৮জুন) উপজেলার গাছবাড়ী বাজারে ৭নং দক্ষিণ বাণিগ্রাম ও ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামি কর্তৃক আয়োজিত কর্মী শিক্ষা শিবিরের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।বিশেষ অথিতির বক্তব্য রাখেন,সিলেট জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য সৈয়দ মাওলানা ফয়জুল্লাহ বাহার, সিলেট ৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবদীন। এসময় উপস্থিত ছিলেন কানাইঘাট উপাজেলা জামায়াতে আমীর মাওলানা কামাল উদ্দিন, নায়েবে আমীর মাওলানা শরীফ আহমদ, উপজেলা সেক্রেটারী হাফিজ তাজ উদ্দিন, উপজেলা সহকারী সেক্রেটারী, মাওলানা মুখতার আহমদ ও উপজেলা বায়তুলমাল সেক্রেটারী মাওলানা আলিম উদ্দিন প্রমুখ।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031