সর্বশেষ

সিলেটে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসা বাড়িতে হামলা,ভাংচুর, থানায় অগ্নিসংযোগ,আহত ৩

প্রকাশিত: ০৮. আগস্ট. ২০২৪ | বৃহস্পতিবার

চেম্বার প্রতিবেদক: ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর একের পর এক আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসা বাড়িতে হামলা ভাংচুর, অগ্নিসংযোগ করছে দুর্বৃত্তরা। রেহাই যাচ্ছে না থানা, পুলিশ ফাঁড়িও।

সর্বত্রই যেন চলছে লুটতরাজ। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে লুটতরাজ বন্ধের আহ্বান জানালেও কিছুতেই কাজ হচ্ছে না।

এমন পরিস্থিতিতে সারা দেশের ন্যায় সিলেটেও আজ সকালে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে উত্তেজিত জনতা।।
খোঁজ নিয়ে জানা যায়, সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর টিলাগড়ের বাসা, সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আজাদুর রহমান আজাদের টিলাগড়ের বাসা, সংসদ সদস্য এডভোকেট
রঞ্জিত সরকারের বাসা, আওয়ামী লীগ কর্মী আফতাব উদ্দিনের বাসা, জসিম উদ্দিনের শিবগঞ্জস্থ বাসা, ছাত্রলীগ নেতা রাহেল সিরাজ, রুহেল আহমদ, কাউন্সিলর জাহাঙ্গীর আলমসহ অসংখ্য নেতা কর্মীদের বাসায় অগ্নিসংযোগ, হামলা, ভাংচুরসহ ব্যাপক লুটপাট চালানো হয়েছে। এ হামলার ঘটনায় অন্তত ৩জন আহত হয়েছেন বলে জানা গেছে।

অন্যদিকে, সিলেট পুলিশ সুপার কার্যালয়, ও সিটি করপোরেশনে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। কোতয়ালী মডেল থানা ভাংচুর ও পুলিশের দুইটি ফাঁড়িতেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটেছে অস্ত্র লুট হওয়ার মতো ঘটনাও।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031