সর্বশেষ

» কানাইঘাটে ছাত্রলীগ নেতা জাহেদুল ইসলামের বাড়িতে হামলা, ভাংচুর-লুটপাট

প্রকাশিত: ১০. আগস্ট. ২০২৪ | শনিবার

Manual4 Ad Code

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে ছাত্রলীগ নেতা জাহেদুল ইসলামের বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাংচুর,লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। শনিবার (১০ আগস্ট) দুপুর ২টার সময় পৌরসভার ধনপুর গ্রামে তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। এসময় দুর্বৃত্তদের হামলায় তার মা,বাবা আহত হন। তিনি কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক ছিলেন।

Manual4 Ad Code

জাহেদুল ইসলামের বাবা মনজুর আহমদ এ প্রতিবেদককে
বলেন, এক থেকে দেড় শতাধিক মানুষ আমাদের বাসার দরজা ভেংগে প্রবেশ করে এবং বাসার সব জিনিসপত্র ভেংগে আমাদের স্বর্ণ অলংকার টাকা পয়সা সব লুটপাট করে নিয়ে যায় এবং যাবার সময় অগ্নিসংযোগ করে। এ সময় আমি বাঁধা দিলে দুর্বৃত্তরা আমাকে মারধর করে ও আমার স্ত্রীকে থাপ্পড় মারে সন্ত্রাসীরা। এতে মিনিমাম ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর সারাদেশের ন্যায় কানাইঘাটেও দুর্বৃত্তরা আওয়ামীলীগ সরকার দলীয় নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট শুরু করে। এরই ধারাবাহিকতায় ছাত্রলীগ নেতা জাহেদুল ইসলামের বাড়িতে দুর্বৃত্তরা হামলা করে।

Manual5 Ad Code

এবিষয়ে জাহেদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে বলেন, আমি দীর্ঘদিন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। দুর্বৃত্তরা যখন আমার বাড়িতে আক্রমণ করে তখন আমি আত্মগোপনে ছিলাম। মানুষ এত হিংস্র হতে পারে পৃথিবীর ইতিহাসে সত্যিই তা বিরল ঘটনা। আমার বাবা ও মাকে তারা মারধর করেছে। কি অপরাধ আমার, রাজনীতি করা কি অপরাধ? আমি তার তীব্র নিন্দা জানাই, সেই সাথে ঘটনার সাথে জড়িততের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই।

Manual3 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Manual1 Ad Code
Manual6 Ad Code