সর্বশেষ

» সিলেট জেলা জামায়াতের সাথে আনজুমানে খেদমতে কুরআনের মতবিনিময়

প্রকাশিত: ২২. ডিসেম্বর. ২০২৪ | রবিবার

Manual2 Ad Code

চেম্বার ডেস্ক :

Manual5 Ad Code

  • ৯, ১০ ও ১১ জানুয়ারী আলিয়া মাঠের
    তাফসীর মাহফিল সফলের আহ্বান

দীর্ঘ এক যুগ পর আগামী ৯ থেকে ১১ জানুয়ারী সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আনজুমানের ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল। ৩ দিনব্যাপী তাফসীর মাহফিল সফলের লক্ষ্যে আনজুমানে খেদমতে কুরআনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ধারাবাহিকভাবে বিভিন্ন সংগঠনের সাথে মতবিনিময় করছেন তারা।
এরই ধারাবাহিকতায় তাফসীর মাহফিল সফলের লক্ষ্যে রোববার সন্ধ্যায় সিলেট জেলা জামায়াত নেতৃবৃন্দের সাথে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে, সেক্রেটারী জয়নাল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সহ-সভাপতি আব্দুল হাই হারুন, মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সেক্রেটারী হাফিজ মিফতাহুদ্দীন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহেদুর রহমান চৌধুরী, নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল মুকিত প্রমূখ।
সভাপতির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান বলেন, দীর্ঘ এক যুগ পর ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে আনজুমানের ৩ দিনব্যাপী তাফসীর মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। মাহফিলে আল্লামা সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী ও ড. মাওলানা মিজানুর রহমান আজহারীসহ দেশ বরণ্যে মুফাসসিরে কেরামগণ তাফসীর পেশ করবেন। উক্ত মাহফিলকে সর্বাত্মকভাবে সফল করতে জেলা জামায়াতের আওতাধীন সকল উপজেলা ও পৌরশাখা দায়িত্বশীল নেতৃবৃন্দকে প্রয়োজনী উদ্যোগ নিতে হবে। সিলেটবাসীর সম্মিলিত সহযোগিতায় দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য ৩ দিনব্যাপী তাফসীর মাহফিল সফল ও সার্থক হবে। এই মাহফিল থেকে সিলেটবাসী উপকৃত হবে।

Manual8 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Manual1 Ad Code
Manual6 Ad Code