কোটা আন্দোলনকারীরা উল্টো নোটিশ দিল ঢাবি কর্তৃপক্ষকে

প্রকাশিত: ১৭. জুলাই. ২০২৪ | বুধবার

Manual2 Ad Code

চেম্বার ডেস্ক: দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। মঙ্গলবার (১৬ জুলাই) রাতে ইউজিসি এ নির্দেশনা দেয়। এরই প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। তবে শিক্ষার্থীরা উল্টো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছে।

Manual8 Ad Code

বুধবার (১৭ জুলাই) দুপুর ২টার দিকে তারা নোটিশ দেয়। এ সময় ঢাবি ভিসির বাসভবনের ফটক আটকে বিক্ষোভ করতে থাকেন আন্দোলকারীরা।

Manual7 Ad Code

আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকেন, ‘হল ছাড়ার সিদ্ধান্ত মানি না, মানবো না; হল আমার বাড় ঘর, হল আমি ছাড়বো না; সিন্ডিকেটের সিদ্ধান্ত মানি না, মানবো না; বাহ্ ভিসি চমৎকার, স্বৈরাচারের পাহারাদার; ভিসি কী করে, ক্যাম্পাসে রক্ত ঝরে’- স্লোগান চলছে।

Manual5 Ad Code

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কোটা আন্দোলনের জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও সব আবাসিক হল বন্ধের ঘোষণা প্রত্যাখ্যান করে প্রাধ্যক্ষদের সঙ্গে বৈঠক করছেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বুধবার বেলা ১১টা থেকে বিভিন্ন হলের শিক্ষার্থীরা নিজ নিজ হলের প্রাধ্যক্ষদের সঙ্গে বৈঠকে বসেন। এর আগে আন্দোলনের উত্তাল পরিস্থিতিতে গতকাল রাত ১১টায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় বিশ্ববিদ্যালয় ও হল বন্ধের ঘোষণা দেওয়া হয়।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual2 Ad Code